Indian Railways, Howrah Station: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ছাড়বে হাওড়া থেকেই!

Jan 02, 2026 | 7:05 PM

Vande Bharat Express, Indian Railways: চলতি মাসের অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি এই স্লিপার বন্দে ভারত ট্রেন চালু হবে হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে। এই স্লিপার ট্রেনেই ভাইরাল ওয়াটার টেস্টও করা হয় কয়েকদিন আগেই। দেশের প্রথম এই স্লিপার বন্দে ভারতে ওয়াটার টেস্টের রেজাল্ট এক্স মাধ্যমে পোস্ট করেছিল কেন্দ্রীয় সরকার।

নতুন বছরে সুখবর। ২০২৬ সালে বাংলাকে নতুন উপহার দিল ভারতীয় রেল। দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস পেল বাংলা। চলতি মাসের অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি এই স্লিপার বন্দে ভারত ট্রেন চালু হবে হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে। এই স্লিপার ট্রেনেই ভাইরাল ওয়াটার টেস্টও করা হয় কয়েকদিন আগেই। দেশের প্রথম এই স্লিপার বন্দে ভারতে ওয়াটার টেস্টের রেজাল্ট এক্স মাধ্যমে পোস্ট করেছিল কেন্দ্রীয় সরকার। এমনিই এই রুটে যাত্রীর চাপ একটু বেশি থাকে। ফলে নতুন এই ট্রেন আসায় সেই চাপ খানিকটা কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Published on: Jan 02, 2026 07:04 PM