Vande Bharat Express: বন্দে ভারত ট্রেন বানাতে টাটা স্টিলের সঙ্গে চুক্তি ভারতীয় রেলের

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 13, 2023 | 8:59 PM

বন্দে ভারত ট্রেন বানাতে টাটা স্টিলের সঙ্গে চুক্তি করল ভারতীয় রেল। কী কী চুক্তি হল দুই সংস্থার?

বন্দে ভারত ট্রেন বানাতে টাটা স্টিলের সঙ্গে চুক্তি করল ভারতীয় রেল। বসার জায়গা ও প্যানেলিং সিস্টেম বানানোর জন্য টাটার সঙ্গে চুক্তি করা হয়েছে। স্লিপার ক্লাস চালু করার উদ্দেশে ২০২৪ সালের মধ্যে ২০০ টি বন্দে ভারত ট্রেন নামাতে চায় রেল। ২২টি বন্দে ভারত ট্রেনের ফার্স্ট এসি থেকে থ্রি টায়ার কোচের সিট তৈরি করবে টাটা স্টিল। এই সংস্থাকে ১৪৫ কোটি টাকার বরাত দিয়েছে রেল। এক বছরে এই কাজ শেষ হবে। এই সব ট্রেনের সিটগুলি হবে বিশেষভাবে তৈরি। এগুলি ১৮০ ডিগ্রি ঘুরতে পারবে সহজেই। ভারতে প্রথমবার ট্রেনেই বিমানবন্দরের মতো সুবিধা পাওয়া যাবে। আরও দু ধরনের বন্দে ভারত চালু হবে শীঘ্রই। এক শহর থেকে আর এক শহরে যাওয়ার জন্যও এবার চলবে বন্দে ভারত। দ্রুততর পরিবহনের জন্য ১২ টি কোচের বন্দে ভারত রিজিওনাল ট্রেন চলবে। মুম্বইয়ের লোকাল ট্রেন চলে যে লাইনে,সেখানে চালানো হবে ৮ টি কোচের বন্দে রাপিড মেট্রো। এই ট্রেনগুলি পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত হবে। যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে ঠিক করা হবে কোন লাইনে কতগুলি ট্রেন চলবে। বন্দে ভারত মেট্রো চালু করা হবে ১০০ কিলোমিটার দূরত্বের দুটি জায়গার মধ্যে।

Elon Musk City: এবার মাস্কের শহর!
Pradhan Mantri Kanya Ashirwad Yojana: ‘প্রকল্প নিয়ে ভুল তথ্য’, দাবি পিআইবি-র
Elon Musk City: এবার মাস্কের শহর!
Pradhan Mantri Kanya Ashirwad Yojana: ‘প্রকল্প নিয়ে ভুল তথ্য’, দাবি পিআইবি-র