Skydive From Stratosphere: লাফিয়ে রেকর্ড গড়বেন ভারতীয় মহিলা
বিশ্বের প্রথম মহিলা পৃথিবীর ৪২.৫ কিলোমিটার ওপর থেকে স্কাইডাইভ করবেন স্বাতী ভার্শনি। স্বাতী ভার্শনি ভারতীয় মার্কিন বিজ্ঞানী। হেরা প্রজেক্ট অফ রাইজিং ইউনাইটেডের বাছাই ৩ জনের মধ্যে স্বাতী একজন। ২০২৫এ স্বাতী ভার্শনি এই স্কাইডাইভ করলে ৪টি রেকর্ড ভাঙবেন তিনি।
বিশ্বের প্রথম মহিলা পৃথিবীর ৪২.৫ কিলোমিটার ওপর থেকে স্কাইডাইভ করবেন স্বাতী ভার্শনি। স্বাতী ভার্শনি ভারতীয় মার্কিন বিজ্ঞানী। হেরা প্রজেক্ট অফ রাইজিং ইউনাইটেডের বাছাই ৩ জনের মধ্যে স্বাতী একজন। ২০২৫এ স্বাতী ভার্শনি এই স্কাইডাইভ করলে ৪টি রেকর্ড ভাঙবেন তিনি। ১ম রেকর্ড সর্বোচ্চ উচ্চটা থেকে ফ্রি ফল। ২য় রেকর্ড দীর্ঘতম সময়ের ফ্রি ফল। ৩য় রেকর্ড ২৬৪ কিমি/ঘণ্টা বেগে সাউন্ড ব্যারিয়ার ভাঙা। ৪র্থ রেকর্ড ১ কিমি জায়গা জুড়ে সর্বোচ্চ ক্রু বেলুন ওড়ানো। নারীর ক্ষমতায়নে স্বাতী ভার্শনির এই স্কাইডাইভ অনেক তরুণীদের উৎসাহিত করবে। পদার্থ বিজ্ঞানের পিএইচডি স্বাতী। ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী ভার্টিকল ফ্রি ফলে দক্ষ। এখনও পর্যন্ত ১২০০ টিরও বেশি জাম্প করেছেন। ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি স্কাইডাইভ করছেন। তাঁর সঙ্গে স্কাইডাইভে অন্য দুজন হলেন ডায়ানা ভ্যালেরিন জিমেনেজ ও রড্রিকেজ। স্বাতী ভার্শনি ট্যান্ডেম জাম্পও করেন।