India’s Clean Station: ময়লা নেই স্টেশনে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 09, 2023 | 2:03 PM

এক কুঁচি ময়লাও পাবেন না। আমাদের দেশে রেলস্টেশন ৭৫০০টিরও বেশি। তারমধ্যে বেশ কিছু স্টেশন আছে পরিচ্ছন্নতায় যারা নজরকাড়া। পিঙ্ক সিটি জয়পুরের রেল স্টেশন ঝকঝকে তকতকে। নাহারগড়, জয়গড়, আম্বের ফোর্ট, হাওয়া মহলের শহরের রেল স্টেশনও নজরকাড়া। ব্লু সিটি যোধপুরের রেল স্টেশনও পরিষ্কার পরিচ্ছন্ন।

এক কুঁচি ময়লাও পাবেন না। আমাদের দেশে রেলস্টেশন ৭৫০০টিরও বেশি। তারমধ্যে বেশ কিছু স্টেশন আছে পরিচ্ছন্নতায় যারা নজরকাড়া। পিঙ্ক সিটি জয়পুরের রেল স্টেশন ঝকঝকে তকতকে। নাহারগড়, জয়গড়, আম্বের ফোর্ট, হাওয়া মহলের শহরের রেল স্টেশনও নজরকাড়া। ব্লু সিটি যোধপুরের রেল স্টেশনও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার পর্যটন কেন্দ্রের সুনাম বিশ্বজোড়া। কাশ্মীর উপত্যকার প্রবেশদ্বার জম্মু তাওয়াই। পরিচ্ছন্নতায় এই স্টেশনের সুনাম আছে। জম্মু তাওয়াই জম্মুর বৃহত্তম স্টেশন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া ঐতিহাসিক শহর। বিজয়ওয়াড়ার রেল স্টেশনে বসার জায়গার সঙ্গেই আছে একটি করে গাছ। পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে প্ল্যাটফর্ম। জয়পুর থেকে ৮ কিমি দূরে দুর্গাপুরা দেশের অন্যতম পরিষ্কার রেল স্টেশন। স্বচ্ছ ভারত সমীক্ষায় ৩য় স্থান পেয়েছে এই স্টেশন। হরিদ্বার তীর্থক্ষেত্র হিসাবে প্রসিদ্ধ। এখানকার রেল স্টেশনের খ্যাতি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। মধ্যপ্রদেশের রানি কমলাপতি স্টেশন কেবল পরিষ্কারই নয়। এই স্টেশনের সৌন্দর্যও নজর কাড়া। জার্মানির হাইডেলবার্গ স্টেশনের আদলে তৈরি এই স্টেশন। দেশের প্রথম ISO সার্টিফায়েড স্টেশন এটি।