Kalna Fraud News: ভুল বুঝিয়ে অভিনব কায়দায় লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার চক্রের দালাল সহ ৩

| Edited By: Moumita Das

May 05, 2023 | 9:47 PM

ব্যাংকে জিরো ব্যালান্সের একাউন্ট খুলিয়ে সাধারণ মানুষদের নামে ধান কিনে, সরকারি ন্যায্য মূল্যে সেই ধান বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগে মন্তেশ্বর থেকে গ্রেপ্তার হল তিন জন। গ্রেপ্তার হওয়া তিনজনের বাড়ি কালনার মন্তেশ্বরে।দুই ধৃত ও গলসি থানার অন্তর্গত নকুলেশ্বর রাইস মিলের কর্মী।অন্য জন এই প্রতারণা চক্রের দালাল

মন্তেশ্বর: ব্যাংকে জিরো ব্যালান্সের একাউন্ট খুলিয়ে সাধারণ মানুষদের নামে ধান কিনে, সরকারি ন্যায্য মূল্যে সেই ধান বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগে মন্তেশ্বর থেকে গ্রেপ্তার হল তিন জন। গ্রেপ্তার হওয়া তিনজনের বাড়ি কালনার মন্তেশ্বরে।দুই ধৃত ও গলসি থানার অন্তর্গত নকুলেশ্বর রাইস মিলের কর্মী।অন্য জন এই প্রতারণা চক্রের দালাল। জানা গেছে মন্তেশ্বর থানায় অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার কুসুম গ্রাম বাজার থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।তাদের কাছে উদ্ধার হয় ৩৮ টি এটিএম কার্ড, ল্যাপটপ,একটি মোটর বাইক ও নগদ ৫০০০০ টাকা। আজ তিনজনকে কালনা মহকুমা আদালতে পেশ করা হয়।