আপনিও চড়তে পারবেন ভারতীয় সেনার যুদ্ধজাহাজে, কীভাবে জানুন?

|

Nov 30, 2025 | 1:56 PM

Indian Navy: গার্ডেনরিচ শিপবিল্ডার্সে এই দুটি যুদ্ধজাহাজ তৈরি হয়েছে। ১৯৮৮ সালে আইএনএস খঞ্জর তৈরি হয় এবং ১৯৯১ সালে তা নৌবাহিনীর হাতে যায়। এরপর একের পর এক মিশনে অংশ নিয়েছে মিসাইল বহনকারী এই যুদ্ধজাহাজ।

বঙ্গোপসাগরে পাহারাদার হয়ে দেশকে সুরক্ষা দেয় ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী দুই শক্তিশালী কর্ভেট যুদ্ধজাহাজ। ইস্টার্ন বা পূর্বাঞ্চলীয় ফ্লিটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ‘আইএনএস খঞ্জর’ এবং ‘আইএনএস কোরা ‘। এবার খিদিরপুর ডকে নোঙর করল সেই দুই যুদ্ধজাহাজ। দু’দিনের জন্য সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল সেই দুটি যুদ্ধজাহাজ। ভারতীয় নৌবাহিনী সূত্রে খবর, গার্ডেনরিচ শিপবিল্ডার্সে এই দুটি যুদ্ধজাহাজ তৈরি হয়েছে। ১৯৮৮ সালে আইএনএস খঞ্জর তৈরি হয় এবং ১৯৯১ সালে তা নৌবাহিনীর হাতে যায়। এরপর একের পর এক মিশনে অংশ নিয়েছে মিসাইল বহনকারী এই যুদ্ধজাহাজ।