Rajnikanth Car Collection: রজনীর গাড়ির সম্ভার

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 29, 2023 | 3:50 PM

বিশ্বজোড়া খ্যাতি রজনীকান্তের। খ্যাতির শিখরে উঠেও রজনীর পা মাটিতে। ভক্তদের সঙ্গে তাঁর নম্র ভদ্র ব্যবহার। মাটির মানুষ রজনীকান্ত। কিন্তু জানেন কি থালাইয়ার গ্যারাজে আছে কোন কোন মডেলের গাড়ি? থালাইয়ার কালেকশনে আছে সাদা প্রিমিয়ার পদ্মিনী। তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে একটি অ্যাম্বাসেডর কেনেন রজনীকান্ত।

সুপারস্টার রজনীকান্তের ক্যারিয়ার শুরু হয় বাস কন্ডাক্টর হিসাবে। তারপর স্বপ্নের মতো উত্থান। বিশ্বজোড়া খ্যাতি রজনীকান্তের। খ্যাতির শিখরে উঠেও রজনীর পা মাটিতে। ভক্তদের সঙ্গে তাঁর নম্র ভদ্র ব্যবহার। মাটির মানুষ রজনীকান্ত। কিন্তু জানেন কি থালাইয়ার গ্যারাজে আছে কোন কোন মডেলের গাড়ি? থালাইয়ার কালেকশনে আছে সাদা প্রিমিয়ার পদ্মিনী। তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে একটি অ্যাম্বাসেডর কেনেন রজনীকান্ত। বিএমডব্লিউ এক্স ফাইভ এর ২০১৭ ভার্সনের একটি গাড়ি আছে। এসইউভি মার্সেডিজ বেঞ্জ সেভেন এস ওয়াগন গাড়ি আছে রজনীর কাছে। এর দাম ২.৪৫ কোটি টাকা। আছে একটি রোলস রয়েস ফ্যান্টম এবং একটি রোলস রয়েস ঘোস্ট। রোলস রয়েস ফ্যান্টমের দাম ৮.৯৯ কোটি টাকা। রোলস রয়েস ঘোস্টের দাম ১০.৯৯ কোটি টাকা। রজনীকান্তের আছে একটি বেন্টলে লিমুজিন। এই গাড়ি প্রায় ২১ কোটি টাকা দাম প্রায় ২২ কোটি টাকা।