Unknown Facts of Russia: এদেশে একসঙ্গে কেউ খায় না

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 26, 2023 | 5:41 PM

দুনিয়ায় কত কি না ঘটে! বিশ্বের শক্তিশালী দেশ রাশিয়ার নাগরিকরা একসঙ্গে লাঞ্চ, ডিনার ও ব্রেকফাস্ট করতে পারেন না। কারন দেশে আছে ১১টি টাইম জোন। তার ফলে দেশের একপ্রান্তে যখন দিন অন্য অংশে তখন রাত।

দুনিয়ায় কত কি না ঘটে! বিশ্বের শক্তিশালী দেশ রাশিয়ার নাগরিকরা একসঙ্গে লাঞ্চ, ডিনার ও ব্রেকফাস্ট করতে পারেন না। কারন দেশে আছে ১১টি টাইম জোন। তার ফলে দেশের একপ্রান্তে যখন দিন অন্য অংশে তখন রাত। কোথাও আবার সূর্য অস্তই যায় না। মরমস্ক শহরে সারা গ্রীষ্মকাল সূর্যাস্ত হয় না। মেরুজ্যোতির মতো আলো দেখা যায় মরমস্কে। রাশিয়ার বিশেষত্বের একটি হল ভদকা। ভদকার উদ্ভব জারেদের দেশেই। সাধারণ মানুষের মধ্যে অত্যধিক মদ্যপানের প্রবণতা। রাশিয়ায় প্রতি বছর ৫ লাখ মানুষ মদ্যপানে প্রাণ হারান। এই দেশে পুরুষের তুলনায় সংখ্যা গরিষ্ঠ হল নারী। অতীতে এই কারনে ছেলেরা দাড়ি রাখলে মোটা জরিমানা দিতে হত। পশুপাখিদের প্রতি সহানুভূতিশীল এই দেশ। এখানে শেয়ালদের জন্য আলাদা থাকার ঘরের ব্যবস্থা আছে।