Zoo Art Fest: খাঁচায় বাঘ-সিংহ, বাইরে লোকশিল্প

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 01, 2023 | 4:41 PM

গ্রামীণ প্রান্তিক মানুষদের লোকশিল্পের সম্ভার আলিপুর চিড়িয়াখানায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন শিল্পীরা। কেউ এনেছেন পটের কাজ কেউ কাঠের কেউ আবার ডোকরা কিংবা কাঁথার। গ্রামীণ জনগোষ্ঠী যারা একটি জঙ্গলকে ঘিরে বাস করে তাদের প্রতিদিনের জীবনযাত্রায় সংরক্ষণের অ আ ক খ লেগে থাকে।

আর্ট গ্যালারি বলাই ভালো। তাই নয়? গ্রামীণ প্রান্তিক মানুষদের লোকশিল্পের সম্ভার আলিপুর চিড়িয়াখানায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন শিল্পীরা। কেউ এনেছেন পটের কাজ কেউ কাঠের কেউ আবার ডোকরা কিংবা কাঁথার। গ্রামীণ জনগোষ্ঠী যারা একটি জঙ্গলকে ঘিরে বাস করে তাদের প্রতিদিনের জীবনযাত্রায় সংরক্ষণের অ আ ক খ লেগে থাকে। তাদের আলাদা করে বোঝাতে হয় না বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব। তাই তাদের খুঁজে এনে তাদের শিল্প দিয়েই সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে চায় হ্যালো হেরিটেজ। চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা আগামী দিনে দুটি বাতিল হওয়া ট্রমের কামরায় তৈরি হবে এই ধরনের লোকশিল্পের সুভ্যেনির শপ।

Diwali Holiday At USA: মার্কিন মুলুকে দিওয়ালিতে এবার জাতীয় ছুটি!
Stand For Green: ৯৫ লক্ষ গাছের ঘাটতিতে ধুঁকছে কলকাতা
Diwali Holiday At USA: মার্কিন মুলুকে দিওয়ালিতে এবার জাতীয় ছুটি!
Stand For Green: ৯৫ লক্ষ গাছের ঘাটতিতে ধুঁকছে কলকাতা