Palace Of Ravana: রাবণের প্রাসাদে লিফট?
রাবণের প্রাসাদে লিফট? লঙ্কাধীশ রাবণের অদ্ভুত প্রাসাদ আজও আছে শ্রীলঙ্কায়। জনশ্রুতি দশানন রাবণের মৃতদেহ সমাহিত আছে এখানেই। শ্রীলঙ্কার সিগিরিয়াতেই নাকি ছিল রাবণের সেই প্রাসাদ।
রাবণের প্রাসাদে লিফট? লঙ্কাধীশ রাবণের অদ্ভুত প্রাসাদ আজও আছে শ্রীলঙ্কায়। জনশ্রুতি দশানন রাবণের মৃতদেহ সমাহিত আছে এখানেই। শ্রীলঙ্কার সিগিরিয়াতেই নাকি ছিল রাবণের সেই প্রাসাদ। রাবণের সাম্রাজ্য ছিল ক্যান্ডি, বাদুল্লা, অনুরাধাপুর, নুওয়ারা এলিয়ায়। রাবণের ভাই কুবের তৈরি করেন এই প্রাসাদ। সিগিরিয়ায় এখনও আছে পাহাড় চূড়ায় সেই প্রাসাদের ধ্বংসাবশেষ। প্রাসাদের চারিধারে দুর্গ, বাগান, সিঁড়ি, পুকুর ঝর্না আর খাল। সীতাকে রাবণ এখানেই আটক করে রাখেন। এই প্রাসাদ এত ওপরে হওয়া সত্ত্বেও জল তোলা হত বিশেষ উপায়ে। প্রাসাদে ছিল রানিদের বাগান। প্রাসাদে ছিল রাবণ ও বিশেষ ব্যক্তিদের ব্যবহারের জন্য একটি লিফট। ছিল ১০০০ টি সিঁড়ি। স্থানীয়দের বিশ্বাস মমি করে রাবণের মরদেহ রাখা আছে আজও রাগেলার জঙ্গলের ৮০০০ ফুট ওপরে। তবে এর কোনও শক্তপোক্ত প্রমাণ পাওয়া যায়নি।