আমায় ‘ভাষা’ইলি রে- সুরের ভাষায় বাংলা শেখা

aryama das

|

Updated on: Feb 22, 2021 | 2:34 PM

মিনি মোদী-মমতার সঙ্গে গলা মিলিয়েছে দৃষ্টিহীন এক শিশু সংগীতশিল্পীও।

দিদি, মোদীকে গান গেয়ে বলছেন বাংলা শেখো। মিনি মোদী-মমতার সঙ্গে গলা মিলিয়েছে দৃষ্টিহীন এক শিশু সংগীতশিল্পীও। সে কি না এবারের ভোটে নির্বাচন কমিশনের দূত। ভাষা দিবস উপলক্ষ্যে তাদের গানের ভিডিয়ো অ্যালবাম প্রকাশ পেল। উদ্যোগ রবীন্দ্র সরোবর ফুটপাথের এক চা-ওয়ালা গায়কের।