Harry Brook IPL: আইপিএলে দাম ১৩২৫০০০০০! হ্যারি ব্রুকের ঝুলিতে মাত্র ২৯ রান!
প্রায় সাড়ে ১৩ কোটি দাম তাঁর। কিন্তু রানের ঝোলায় শুধুই শূন্যতা। আইপিএলের নিলামে দেড় কোটি টাকা ছিল হ্যারি ব্রুকের বেস প্রাইস। কিন্তু ন’গুণ দামে তাঁকে তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাতেও সূর্যোদয় হয়নি
আইপিএলের মঞ্চে কার দাম বেশি,কার কম, তা দিয়ে পারফরম্যান্স বিচার করা যাবে না। কোটির খাতায় নাম লেখাতে পারেননি,রিঙ্কু সিংয়ের এমন অনেকেই অবিশ্বাস্য পারফর্ম করে যাচ্ছেন। একাই তিনি জিতিয়ে দিচ্ছেন টিমকে। দর আছে, ফর্ম নেই-এর তালিকায় আরও এক ক্রিকেটারের নাম জ্বলজ্বল করছে। আইপিএল শুরুর আগে সব ফর্ম্যাটে দারুণ ছন্দে ছিলেন। কিন্তু আইপিএলে পা দিয়েই নিভে গিয়েছে তাঁর আগুন। প্রায় সাড়ে ১৩ কোটি দাম তাঁর। কিন্তু রানের ঝোলায় শুধুই শূন্যতা। আইপিএলের নিলামে দেড় কোটি টাকা ছিল হ্যারি ব্রুকের বেস প্রাইস। কিন্তু ন’গুণ দামে তাঁকে তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাতেও সূর্যোদয় হয়নি। পর পর দু’ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জিতেছে হায়দরাবাদ। কিন্তু এইডেন মার্কব়্যামের টিম এখনও জমাটই বাঁধেনি। ব্যাটিং-বোলিংয়ে তৈরি হয়নি ভারসাম্য। সেই কারণেই কথা উঠছে হ্যারি ব্রুকসকে নিয়ে। আইপিএলে যোগ দেওয়ার আগে ৫টা টেস্টে চারটে সেঞ্চুরি ছিল ব্রুকসের। ইংল্যান্ডের হয়ে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আইপিএলের তিন ইনিংসে ১৩, ৩ ও ১৩ অর্থাৎ সব মিলিয়ে মাত্র ২৯ রান। পঞ্জাব কিংসের বিরুদ্ধে রবিবারের ম্যাচে ওপেন করতে নেমেছিলেন। অর্শদীপ সিংয়ের স্লোয়ারে ফিরে গিয়েছেন। হায়দরাবাদের প্রাক্তন কোচ টম মুডি বলছেন,‘ব্রুকসের মতো ক্রিকেটারকে দিয়ে ওপেন করানো ঠিক হচ্ছে না। ও ওপেনার নয়। ওকে বরং ৪ নম্বরে খেলানো উচিত। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রুকস যে সব টিমের হয়ে খেলেছে,৪ কিংবা ৫ নম্বরেই ব্যাট করেছে। তাতে কিন্তু ও সফলই হয়েছে। ওই জায়গাতেই ওকে ফিরিয়ে নিয়ে যেতে হবে’। সঞ্জয় মঞ্জরেকর বলছেন, ‘আমার মনে হয় খুব শিগগিরি রানে দেখা যাবে ব্রুকস। হয়তো দু-এক ম্যাচের মধ্য়েই’।