Indian Railways News: জনসংখ্যার অধিক ফাইন পেল রেল!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 05, 2023 | 5:41 PM

বিশ্বের বেশ কয়েকটি দেশের জনসংখ্যার চেয়ে বেশি মানুষ ট্রেনে জরিমানা দিয়েছেন ভারতে। ২০২২-২৩ অর্থবর্ষে ৩,৬০,০০,০০০ জন জরিমানা দিয়েছেন ভারতীয় রেলকে। জরিমানার পরিমাণ ২,২৬০ কোটি টাকা। ২০২১-২২এ এই জরিমানা দেন ২,৭০,০০,০০০ জন। জরিমানায় ওঠে ১,৫৭৪ কোটি টাকা

দেশকে যুক্ত করে রেল। সারা দুনিয়ায় ভারতে যত মানুষ রেলে চড়েন বিশ্বের আর কোথাও এত মানুষ রেলে চাপেন না। বিশ্বের বেশ কয়েকটি দেশের জনসংখ্যার চেয়ে বেশি মানুষ ট্রেনে জরিমানা দিয়েছেন ভারতে। ২০২২-২৩ অর্থবর্ষে ৩,৬০,০০,০০০ জন জরিমানা দিয়েছেন ভারতীয় রেলকে। জরিমানার পরিমাণ ২,২৬০ কোটি টাকা। ২০২১-২২এ এই জরিমানা দেন ২,৭০,০০,০০০ জন। জরিমানায় ওঠে ১,৫৭৪ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে ১,১০,০০,০০০ জন ১৫২ কোটি টাকার জরিমানা দেন রেলকে। গত দু বছর যে পরিমাণ মানুষ রেলকে জরিমানা দেয় তা বেশ কটি দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। সুইডেনে বাস ১,২৮,০০,০০০ জনের। পর্তুগালে থাকেন ১,১১,০১,০০০ জন। গ্রীসের জনসংখ্যা ১,২৭,০৮,১০৪। এই তিনটি দেশের জনসংখ্যার চেয়েও বেশি মানুষ রেলকে ফাইন দিয়েছেন। ২০২২-২৩ এবং ২০২১-২২ অর্থবর্ষের নিরিখে এই তথ্য। একটি আরটিআইয়ের জবাবে এই তথ্য দিয়েছে রেল। লোকাল ও দূরপাল্লা যাত্রার সময়ে অনেকে টিকিট না কেটে এবং ভুল টিকিট কাটায় রেলকে জরিমানা দেন। মালপত্রের ভাড়া বাবদও রেলের আয় হয় প্রচুর। আর এইসব আয়ই প্রতিফলিত হয়েছে রেলের এই ইনকামে।

Published on: Jun 05, 2023 05:40 PM