Aishwarya Rai Bachchan Gossips: বচ্চন পরিবারে সমস্যা?

| Edited By: Tapasi Dutta

Nov 04, 2023 | 12:53 PM

সম্প্রতি বচ্চন পরিবার নিয়ে গুঞ্জন। শোনা যাচ্ছে ঐশ্বর্য ও শ্বেতার সম্পর্কে চিড় ধরেছে। ১৬ বছর আগে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। বলিউডের বিখ্যাত ফিল্মি পরিবারের পুত্রবধূ হয়েও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন ঐশ্বর্য।

সম্প্রতি বচ্চন পরিবার নিয়ে গুঞ্জন। শোনা যাচ্ছে ঐশ্বর্য ও শ্বেতার সম্পর্কে চিড় ধরেছে। ১৬ বছর আগে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। বলিউডের বিখ্যাত ফিল্মি পরিবারের পুত্রবধূ হয়েও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন ঐশ্বর্য। ২০১৮ এ বিগ বি অমিতাভ বচ্চন বলেন তাঁর কন্যা শ্বেতার শূন্যস্থান পূরণ করেছেন ঐশ্বর্য। বাড়ির বউ নয় যেন মেয়েই তিনি। শাশুড়ি জয়া বচ্চন কী বলেন বউমা সম্পর্কে? একবার জয়া বলেন বাড়িতে বউমা ঘরে এলেই অমিতজি প্রফুল্ল হয়ে ওঠেন।

মনে হয় যেন মেয়ে এসেছে বাড়িতে। জয়া নিজেও ঐশ্বর্যকে খুবই ভালবাসেন। অভিযোগ থাকলেও সেটা স্পষ্ট বলেন। আড়ালে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বা বিরুদ্ধাচারণ করেন না জয়া। দিল্লির এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় শ্বেতা বচ্চনের। গুঞ্জন বর্তমানে ননদ ও বউদির সম্পর্ক খুব একটা ভাল নেই। কিছুদিন আগে প্যারিসে যায় বচ্চন পরিবার। সেখানে কিছু ছবিতে ঐশ্বর্যকে ট্যাগ করেননি শ্বেতা। আবার বিগ বি র ৮১ তম জন্মদিনের শুভেচ্ছা বার্তায় জয়া ও শ্বেতার ছবি ক্রপ করেন ঐশ্বর্য। তবে কি সমস্যার মেঘ বচ্চন পরিবারের অন্দরে?