Bad Effects Of Mutton: খাসির মাংসে বিপদ
ছুটির দিনে খাসি বা পাঁঠার মাংস না খেলে মন ভরে না। ছুটির দুপুরে পাতলা খাসির মাংসের ঝোল আর ভাত কিংবা কষা মাংসের সঙ্গে জমে ওঠে রুটি বা পরোটা। কিন্তু জানেন কি রেডমিট এর মধ্যে রয়েছে কোন কোন রোগের ঝুঁকি। প্রতি সপ্তাহের শেষে ছুটির দিনে জমিয়ে পাঁঠার মাংস খেলে বাড়বে কোলেস্টেরল।
ছুটির দিনে খাসি বা পাঁঠার মাংস না খেলে মন ভরে না। ছুটির দুপুরে পাতলা খাসির মাংসের ঝোল আর ভাত কিংবা কষা মাংসের সঙ্গে জমে ওঠে রুটি বা পরোটা। কিন্তু জানেন কি রেডমিট এর মধ্যে রয়েছে কোন কোন রোগের ঝুঁকি। প্রতি সপ্তাহের শেষে ছুটির দিনে জমিয়ে পাঁঠার মাংস খেলে বাড়বে কোলেস্টেরল। হাই লিপিডিমিয়ায় আক্রান্ত হবার ঝুঁকিও রয়েছে নিয়মিত পাঁঠার মাংস খেলে। একবার কোলেস্টেরল বাড়লে তার সঙ্গে সঙ্গে পিছু নেবে হাজারো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। উচ্চ রক্তচাপের সমস্যা জড়িয়ে ধরবে আপনাকে।ওজনও বাড়বে একইসঙ্গে পাল্লা দিয়ে। পাঁঠার মাংস ভারি এবং হজম করতে সমস্যা হয়। নিয়মিত খেলে অ্যাসিডিটি, বদ হজমের সমস্যা পিছু ছাড়বে না। ইদানিং পাঁঠার মাংসের ব্যবহৃত হচ্ছে বেশ কিছু অ্যান্টিবায়োটিক। অজান্তেই এই ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হবেন।