২০১০ সালের পর OBC সার্টিফিকেট কি SIR-এ গ্রহণযোগ্য?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 24, 2025 | 6:33 PM

২০১০ সাল থেকে প্রদত্ত ওবিসি শংসাপত্র বৈধ নয় বলে আগেই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। SIR-এ গ্রহণযোগ্য নথির মধ্যে রয়েছে জাতিগত শংসাপত্রও। এরপরেই জাতীয় নির্বাচন কমিশনকে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিঠি পাঠান এক আইনজীবী। সেবিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। এই নিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা।

কলকাতা: ২০১০ সালের মার্চ মাসের পর প্রদত্ত ওবিসি শংসাপত্র কি গ্রহণযোগ্য? এবিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। তেমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেজন্য কমিশনকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও। ২০১০ সাল থেকে প্রদত্ত ওবিসি শংসাপত্র বৈধ নয় বলে আগেই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। SIR-এ গ্রহণযোগ্য নথির মধ্যে রয়েছে জাতিগত শংসাপত্রও। এরপরেই জাতীয় নির্বাচন কমিশনকে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিঠি পাঠান এক আইনজীবী। সেবিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। এই নিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা।