Fish Killed Dianosaurus: এই মাছ শিকার করত ডাইনোসরদের

Fish Killed Dianosaurus: এই মাছ শিকার করত ডাইনোসরদের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 21, 2023 | 4:58 PM

৪৫ কোটি বছর পৃথিবীতে আছে একটি মাছ। প্যাসিফিক ল্যামপ্রে। এই মাছ শিকার করত ডাইনোসরের। পৃথিবী কাঁপিয়ে বেড়ানো ডাইনোসরকে কীভাবে শিকার করত এই মাছ? ডাইনোসরের রক্ত চুষে খেত এই মাছ। এদের মুখে নেই কোনও চোয়াল। তার বদলে আছে বিরাট সাকশান কাপ।

৪৫ কোটি বছর পৃথিবীতে আছে একটি মাছ। প্যাসিফিক ল্যামপ্রে। এই মাছ শিকার করত ডাইনোসরের। পৃথিবী কাঁপিয়ে বেড়ানো ডাইনোসরকে কীভাবে শিকার করত এই মাছ? ডাইনোসরের রক্ত চুষে খেত এই মাছ। এদের মুখে নেই কোনও চোয়াল। তার বদলে আছে বিরাট সাকশান কাপ। প্যাসিফিক ল্যামপ্রে একমাত্র তরল পান করতে পারে। শিকারের রক্ত চুষে খায়।

ডাইনোসরের রক্ত চুষেই তারা ডাইনোসরদের হত্যা করত। এদের নরম দেহের সামনে মুখের কাছে রয়েছে কয়েকটি চোষক। তার সাহায্যেই শিকারের রক্ত চুষে খায় এরা। ৪০ প্রজাতির প্যাসিফিক ল্যামপ্রে রয়েছে। এই মাছ একবারে দু লক্ষ ডিম পাড়ে। এভবে তারা পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। ৪বার বিলুপ্তির পথে হেঁটেও তারা হারিয়ে যায়নি। এখনও পৃথিবীর বুকে বহাল তবিয়তে বেঁচে আছে এই মাছ। রক্তপান করে এরা কাত করে ফেলত তাদের থেকে আকারে বড়সড় জন্তু জানোয়ারদেরও।