Phishing Awarness: আপনার ফোনে নজরদারি চলছে?

Phishing Awarness: আপনার ফোনে নজরদারি চলছে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 11, 2023 | 6:14 PM

২টি অ্যাপ Samsung Messages ও Samsung Wallet এর থেকে সতর্ক থাকতে পরামর্শ দিল গুগল প্লে স্টোর। কেন এমন সতর্কতা জারি গুগলের? একটি রিপোর্ট বলছে গুগল প্লে স্টোর স্যামসাং গ্যালাক্সি ব্যবহারকারীদের পাঠাচ্ছে সতর্কতার মেসেজ।

২টি অ্যাপ Samsung Messages ও Samsung Wallet এর থেকে সতর্ক থাকতে পরামর্শ দিল গুগল প্লে স্টোর। কেন এমন সতর্কতা জারি গুগলের? একটি রিপোর্ট বলছে গুগল প্লে স্টোর স্যামসাং গ্যালাক্সি ব্যবহারকারীদের পাঠাচ্ছে সতর্কতার মেসেজ। কারণ এই ২ অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে নজরদারি চালাচ্ছে। নজরদারি চলছে ব্যাক্তিগত কল লিস্ট, এসএমএস, ছবি ও ভিডিয়োয়।

আপনার স্যামসাং গ্যালাক্সিতেও কি নজরদারি চলছে? কীভাবে বুঝবেন? ইনস্টল করুন গুগল প্লে প্রোটেক্ট। প্রোফাইল আইকন ক্লিক করুন। তারপর প্লে প্রোটেক্ট অপশানে যান। প্লে প্রটেক্ট অন থাকলে আপনার ফোনের অপারেটিং সিস্টেমের জন্য ক্ষতিকর অ্যাপগুলি এড়িয়ে চলা সম্ভব হবে। তবে যদি আপনি Samsung Messages ও Samsung Wallet চালিয়ে যেতে চান তাহলে গুগল প্লে প্রোটেক্ট যে সতর্কতা মূলক বার্তা পাঠাচ্ছে তা এড়িয়ে যান।