Is Sun Harmful For Earth: পৃথিবীর বিপদের কারণ সূর্য?
পৃথিবীর বিপদের কারণ হতে পারে সূর্য। সূর্যে অনবরত বিস্ফোরণ চলে। সূর্যের পরিমণ্ডলে তড়িৎ চৌম্বকীয় বিকিরণে হয় তীব্র বিস্ফোরণ। AR3341 সানস্পটে একটি শক্তিশালী সৌর শিখা দেখা গেছে। ২০ জুন রাত্রে এই সৌর শিখা পৃথিবীতে পড়ে। কানাডা ও আমেরিকায় এই সোলার ফ্লেয়ার শর্টওয়েভ রেডিও ব্ল্যাকআউট তৈরি করে।
পৃথিবীর বিপদের কারণ হতে পারে সূর্য। সূর্যে অনবরত বিস্ফোরণ চলে। সূর্যের পরিমণ্ডলে তড়িৎ চৌম্বকীয় বিকিরণে হয় তীব্র বিস্ফোরণ। AR3341 সানস্পটে একটি শক্তিশালী সৌর শিখা দেখা গেছে। ২০ জুন রাত্রে এই সৌর শিখা পৃথিবীতে পড়ে। কানাডা ও আমেরিকায় এই সোলার ফ্লেয়ার শর্টওয়েভ রেডিও ব্ল্যাকআউট তৈরি করে। সোলার ফ্লেয়ার তৈরি হয় সিএমআই বা করোনাল মাস ইজেকশনে। কী কী সমস্যা হতে পারে এই সিএমআইয়ে? স্যাটেলাইটে শর্ট সার্কিটের সম্ভাবনা। মহাকাশচারীদের সমস্যা ও বিপদ বাড়তে পারে যদি মহাকাশযানে এসে পড়ে এই সোলার ফ্লেয়ার। স্যাটেলাইটের পাওয়ার গ্রিডে সমস্যা হতে পারে এতে। বিগত বেশ কিছু বছর ধরে সূর্যের ওপর নজর রাখছে নাসা। নাসার এসডিও বা সোলার ডায়ানামিক অবজারভেটারি করছে এই কাজ। সূর্যপৃষ্ঠের খুঁটিনাটি পরিবর্তন তার ফলে জানা যাচ্ছে।