কোনও রাজ্যের আবেদনের ভিত্তিতে নতুন তারিখ নির্ধারণ কমিশনের?
SIR In WB: ফিরহাদ হাকিম বলেছেন, "আমাদের শুধু একটাই দুঃখ, অনেকগুলো প্রাণ চলে গেল। তারপর সময় বাড়ানো হল। আমি রোজই কোনও না কোনও ওয়ার রুমে আসছি, আমাদের ছেলেরা প্রাণ ঢেলে কাজ করছে। এরপর যদি রেফারি নিরপেক্ষ না হয়, যে কোনও বল পায়ে লাগলেই যদি রান আউট হয়ে যায়, তাহলে মুশকিল হয়ে যাবে।"
নয়া দিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের কাজ সব রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে শুরু হয়েছিল এক সঙ্গেই। বাংলার বিএলও-রা পেয়েছেন প্রশংসা। কিন্তু যোগীরাজ্যে একেবারে উলটপুরাণ। হাতে আর এক সপ্তাহ নেই। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ৪ ডিসেম্বর ফর্ম আপলোডের শেষ দিন। কিন্তু তারপরেও ফর্মই পাননি ৭০ হাজার ভোটার। যা ঘিরে উত্তর প্রদেশে বেড়েছে উদ্বেগ। উত্তর প্রদেশের অন্যতম সংবাদমাধ্যম ‘অমর উজালা’র একটি প্রতিবেদন অনুযায়ী, সে রাজ্য়ের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৯টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৬ লক্ষেরও বেশি। এই কেন্দ্রগুলির জন্য দায়িত্বপ্রাপ্ত বিএলও-র সংখ্যা ৩ হাজার ৬৯৬। অর্থাৎ বিএলও প্রতি ভোটারের সংখ্যা ৯৭৪ জন। কিন্তু তাও একাধিক ভোটারের কাছে ফর্মই আসেনি। বাদ পড়েছেন ৭০ হাজার ভোটার।