Debasree-Prosenjit: আবার কবে দেখা যাবে প্রসেনজিত্‍-দেবশ্রী জুটি!কী উত্তর দিলেন নায়িকা?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Oct 02, 2024 | 9:29 PM

বিবাহ বিচ্ছেদের পর সেভাবে পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়কে। কবে একসঙ্গে আবারও কাজ করবেন তাঁরা? প্রশ্ন করতেই দেবশ্রী বলেন, এর কোনও উত্তর তাঁর জানা নেই। ফলে অভিমানের বরফ এখনই যে গলছে না, তা অনুমান করাই যায়।

খোঁজ নিলেন মোদী

থালাইভার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা কে. আন্নামালাই জানান, রজনীকান্তের স্ত্রী লতার সঙ্গে ফোনে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। কেমন আছেন সুপারস্টার, সেই সংক্রান্ত সমস্ত তথ্য মোদিকে জানানো হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

পর্দায় কবে প্রসেনজিৎ-দেবশ্রী?

বিবাহ বিচ্ছেদের পর সেভাবে পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়কে। কবে একসঙ্গে আবারও কাজ করবেন তাঁরা? প্রশ্ন করতেই দেবশ্রী বলেন, এর কোনও উত্তর তাঁর জানা নেই। ফলে অভিমানের বরফ এখনই যে গলছে না, তা অনুমান করাই যায়।

শ্রুতির আর্জি

দেবীপক্ষের সূচনায় এবার কোন প্রার্থনা করলেন অভিনেত্রী শ্রুতি দাস? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেন, ‘দেবীপক্ষের সূচনায় একটাই প্রার্থনা, এইবারটি মর্ত্যের অসুর বিনাশ করো মা।’

চোখ রাঙানি অরিজিতের

মঞ্চ থেকে এ কী করলেন অরিজিৎ সিং? গান গাইতে গাইতেই চোখের ইশারায় করে বসলেন শাসন। প্রথমে করলেন মানা, তারপর চোখ পাকিয়ে ইঙ্গিতে বকুনি, তাতেও কাজ না হলে মজার ছলে মারার ইঙ্গিতও দেন। তবে এই শাসন কার উদ্দেশে ছিল তা অজানাই থেকে গিয়েছে।

সুখবর শোনালেন জিৎ

নতুন ছবির খবর এল সামনে। আগে থেকেই জল্পনা ছিল যে ‘তুফান’ ছবির পরিচালক রায়হান রাফির সঙ্গে সুপারস্টার জিতের মিটিং চলছে। শেষ পর্যন্ত ঘোষণার মুহূর্ত উপস্থিত। ছবির নাম ‘লায়ন’। ভারত আর বাংলাদেশের যৌথ প্রযোজনার এই ছবির অন্যতম প্রধান তিন মাথা জিত্‍, রায়হান রাফি আর প্রযোজন শ্যাম সুন্দর দে।

কেমন আছেন গোবিন্দা

মঙ্গলবার নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন অভিনেতা গোবিন্দা। বন্দুক পরিষ্কার করতে গিয়ে ঘটেছিল এই অঘটন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বুড়ো আঙুলের পায়ে গুলি লেগেছে। তবে এখন অনেকটাই সুস্থ অভিনেতা। শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে।

আমিরের পরিবারে শোকের ছায়া

বলিপাড়ায় একের পর এক দুর্ঘটনার খবর। কিছু দিন আগেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে মালাইকা অরোরার বাবা অনিল মেহতার। বুধবার সকালে এল আর এক খারাপ খবর। বাবাকে হারালেন আমির খানের প্রাক্তন স্ত্রী রীণা দত্ত। তাঁর বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রাক্তনের বাড়িতে উপস্থিত হলেন আমির এবং তাঁর পরিবার।

রূপসার মেহন্দি

৩ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের এক সপ্তাহ আগে থেকে বাড়িতে উত্‍সব শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার ছিল মেহন্দির অনুষ্ঠান। এদিন বন্ধুবান্ধবদের নিয়ে জমিয়ে হুল্লোড় করলেন অভিনেত্রী। মেহন্দির ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

বিতর্কে তৃপ্তি দিমরি

অ্যানিম্যাল ছবির দৌলতে এই মুহূর্তে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে চেনেন না এমন কেউ নেই। শোনা যাচ্ছে, সাফল্য পেয়েই নাকি তাঁর মাটিতে পা পড়ছে না। তিনি নাকি টাকা নিয়েও ইভেন্টে যাননি। অভিযোগ তুলেছেন জয়পুরের এক মহিলা। যদিও নায়িকার দাবি সবটাই মিথ্যা।