ISRO on Pakistan: ‘১০টি স্যাটেলাইট সর্বক্ষণ’, ইসরোর নজরদারিতে পাকিস্তান?
Indian Space Research Organization: ISRO চেয়ারম্যান ড. ভি. নারায়ণন বলেন, "আমাদের কী ধরণের প্রতিবেশী রয়েছে তা তো আপনারা জানেনই। আর সেই কারণেই দেশের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের কৃত্রিম উপগ্রহের উপর নির্ভর করতে হয়।"
ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম কনভোকেশনে চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান ড. ভি. নারায়ণন। সেখানেই বক্তব্য রাখার সময় তিনি দেশে কৃত্রিম উপগ্রহের কাজ ও শুরুর দিকে কীভাবে স্যাটালাইটের কার্যকারিতা প্রমাণ করেছিল ইসরো, তা বলেন। কীভাবে কৃত্রিম উপগ্রহ ও স্পেস টেকনোলজির মাধ্যমে গণজ্ঞাপন (Mass Communication) করা সম্ভব। আর সেখান থেকেই তাঁর বক্তব্যে আসে কীভাবে বর্তমানে কৃত্রিম উপগ্রহ দেশের মানুষের কাজে লাগে। তারপর তাঁর বক্তব্যে আসে আমাদের এক প্রতিবেশি দেশের কথাও।
তিনি বলেন, “আমাদের কী ধরণের প্রতিবেশী রয়েছে তা তো আপনারা জানেনই। আর সেই কারণেই দেশের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের কৃত্রিম উপগ্রহের উপর নির্ভর করতে হয়।” তিনি আরও জানান, ইসরো (ISRO) কৃত্রিম উপগ্রহের মাধ্যমে দেশের ৭ হাজার ৫০০ কিলোমিটার লম্বা উপকূলের উপর নজরদারি চালায়। দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মোট ১০টি কৃত্রিম উপগ্রহ স্ট্র্যাটেজিক নজরদারি চালায় দেশের উপরে।