ISRO’s Antartica Station: আন্টার্কটিকায় ইসরোর এই স্টেশনটি চেনেন

| Edited By: Tapasi Dutta

Nov 25, 2023 | 2:24 PM

দক্ষিণ মেরুতে ইসরোর উপগ্রহ অবজারভেশন সেন্টার এজিইওএস। ১০ বছরেরও বেশি ইসরো দক্ষিণ মেরুর ভারতী স্টেশন সক্রিয়। অগস্ট ২০১৩এ শুরু হয় এই স্টেশনটি। ভারতের ভারতীয় রিমোট সেন্সিং স্যাটেলাইটের তথ্য জোগাড় করে ভারতী। CARTOSAT-1, CARTOSAT-2 , SCATSAT-1 ও RESOURCESAT-2/2A র ডেটা সংগ্রহ করে এই স্টেশন।

দক্ষিণ মেরুতে ইসরোর উপগ্রহ অবজারভেশন সেন্টার এজিইওএস। ১০ বছরেরও বেশি ইসরো দক্ষিণ মেরুর ভারতী স্টেশন সক্রিয়। অগস্ট ২০১৩এ শুরু হয় এই স্টেশনটি। ভারতের ভারতীয় রিমোট সেন্সিং স্যাটেলাইটের তথ্য জোগাড় করে ভারতী। CARTOSAT-1, CARTOSAT-2 , SCATSAT-1 ও RESOURCESAT-2/2A র ডেটা সংগ্রহ করে এই স্টেশন। তারপর সেই ডেটা আসে হায়দরাবাদের জাতীয় রিমোট সেন্সিং সেন্টারে।

দুনিয়ায় দেশের মহাকাশ গবেষণা ক্ষেত্রে ক্ষমতা বাড়ায় এই গ্রাউন্ড স্টেশন। মেরু প্রদেশের দৃশ্যমানতা খুবই ভাল থাকে। দিনে AGEOS ১০টি পর্যন্ত পর্যবেক্ষণ করে। ভূপৃষ্ঠের বিস্তৃত দৃশ্য পায় ভারতী স্টেশন। তথ্য জোগাড় করে দুর্যোগ, কৃষি, জলসম্পদ, গ্রামীণ উন্নয়ন, খনিজ, নগর পরিকল্পনা, পরিবেশ,বন ও সামুদ্রিক সম্পদ বিষয়ে। দিন ও রাতে সক্রিয় এই স্টেশন। দেশের বিজ্ঞানকে আরও একধাপ এগিয়ে দিয়েছে ইসরোর এই স্টেশন। আন্টার্কটিকার মৈত্রী স্টেশনের গবেষণাতেও সাহায্য করে এই কেন্দ্র।