Jagadhatri Puja 2021: শাড়ি পরে বরণ করেন পুরুষরা

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 15, 2021 | 5:05 PM

পুরুষরা শাড়ি, গয়না, টিপ পরে এয়ো সেজে বিদায়বেলায় বরণ করেন মাকে...

Follow Us

ভদ্রেশ্বরের তেঁতুলতলার পুজো এইবার ২২৯ বছরে পদার্পণ করল। এই পুজোর বিশেষত্ব হল বিসর্জনের দিয়ে বরণ করেন পুরুষেরা। পুরুষরা শাড়ি, গয়না, টিপ পরে এয়ো সেজে বিদায়বেলায় বরণ করেন মাকে। এই পুজো শুরু হয়েছিল ফরাসি এবং ব্রিটিশদের শাসনকালে। সেই সময় মহিলাদের বাড়ির বাইরে বেরনোর অনুমতি ছিল না। তাহলে বরণ করবে কে? তাই পুরুষরাই এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সেই থেকে আজও এই রীতি অনুযায়ী পুজো হয় এই ক্লাবে। আর সেই ছবি দেখতেই মানুষের ঢল। যদিও প্রশাসন ভীষণভাবেই ভীড় সামলাতে তৎপর।

ভদ্রেশ্বরের তেঁতুলতলার পুজো এইবার ২২৯ বছরে পদার্পণ করল। এই পুজোর বিশেষত্ব হল বিসর্জনের দিয়ে বরণ করেন পুরুষেরা। পুরুষরা শাড়ি, গয়না, টিপ পরে এয়ো সেজে বিদায়বেলায় বরণ করেন মাকে। এই পুজো শুরু হয়েছিল ফরাসি এবং ব্রিটিশদের শাসনকালে। সেই সময় মহিলাদের বাড়ির বাইরে বেরনোর অনুমতি ছিল না। তাহলে বরণ করবে কে? তাই পুরুষরাই এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সেই থেকে আজও এই রীতি অনুযায়ী পুজো হয় এই ক্লাবে। আর সেই ছবি দেখতেই মানুষের ঢল। যদিও প্রশাসন ভীষণভাবেই ভীড় সামলাতে তৎপর।

Next Video