Bengal Election 2021: তারকা প্রার্থী সোহমকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান
ছবি : TV9 Bangla

Bengal Election 2021: তারকা প্রার্থী সোহমকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান

সৌরভ পাল |

Apr 01, 2021 | 11:55 AM

চণ্ডীপুরে উত্তেজনার খবর পেয়েই সক্রিয় হতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকেও।

ভোট কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী (Soham Chakrabarty)। বুথের বাইরে তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম স্লোগান’। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের তৎপরতায় সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। অভিযোগ, সোহমের নির্বাচনী এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয়েছে। চণ্ডীপুরে এমন উত্তেজনার খবর পেয়েই সক্রিয় হতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকেও।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=oDt4oSUkDfQ[/embedyt]

Published on: Apr 01, 2021 11:54 AM