AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Song On Vegetable Price High: আগুনে বাজারে প্যারোডি গান!

Song On Vegetable Price High: আগুনে বাজারে প্যারোডি গান!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 19, 2023 | 6:56 PM

Share

সবজি বাজারে আগুন দর নিয়ে প্যারোডি গান গেয়ে ভাইরাল হলেন শিক্ষক। এর প্রভাব কি ভাবে পড়েছে বাঙালির রান্নাঘরের তা নিয়ে এবার প্যারোডি গান বাঁধলেন অবসর প্রাপ্ত শিক্ষক। সামাজিক মাধ্যমে ওই ভিডিও আপলোড হতেই হৈচৈ পড়ে গেছে নেট দুনিয়ায়।

লংকা ৩০০ টাকা কিলো,আদার দর কিলো প্রতি ৩০০ ছাড়িয়েছে। একইসাথে সবজির বাজার আগুন। এর প্রভাব কি ভাবে পড়েছে বাঙালির রান্নাঘরের তা নিয়ে এবার প্যারোডি গান বাঁধলেন অবসর প্রাপ্ত শিক্ষক। সামাজিক মাধ্যমে ওই ভিডিও আপলোড হতেই হৈচৈ পড়ে গেছে নেট দুনিয়ায়। জলপাইগুড়ি সোনাউল্লা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সচ্চিদানন্দ ঘোষ। জলপাইগুড়ি শহরের বাসিন্দা এই শিক্ষক মহাশয় দীর্ঘদিন ধরে সমাজের জলন্ত সমস্যা গুলিকে তুলে ধরে শহর সহ বিভিন্ন জলসায় গান গেয়ে মানুষের মন করেছেন। এবার সবজির আগুন দর নিয়ে গান রেকর্ড করে সামাজিক মাধ্যমে আপলোড করতেই হৈচৈ পড়ে গেছে।জানা গেছে বর্তমানে কিছু মাসের জন্য কলকাতায় আছেন। কিন্তু সবজি বাজারের আগুন দর দেখে সেখানেও তিনি থেমে থাকেননি। ঢেঁকি যেমন সর্গে গেলেও ধান ভাঙে। তেমনি কলকাতায় থেকেই তিনি ওই গান গেয়ে ফেসবুকে আপলোড করেছেন।যেই গানে আদা, লঙ্কা ও টমাটো বিশেষ স্থান পেয়েছে। গায়ক সচ্চিদানন্দ ঘোষ বলেন আমি কোন রাজনৈতিক দলের লোক নই। মূলত সমাজের বিভিন্ন সমস্যা গুলি নিয়ে মানুষকে ওয়াকিবহাল করাই আমার কাজ। তাই সবজির বাজারের বর্তমান পরিস্থিতি যার আগুন দরে হাত পুড়ছে আমার, আপনার সকলের। এই পরিস্থিতি দেখে আমার এই গানটি লেখা। এর বাইরে আমার অন্য কোন অভিসন্ধি নেই।