Jalpaiguri Timber Sized: খালি চোখে ফলের ঝুড়ি, ভেতরে?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 02, 2023 | 8:11 PM

ফলের ঝুড়ির আড়ালে কাঠ পাচারের কৌশল ভেস্তে দিল বন দপ্তরের ডায়না ও চালসা রেঞ্জ। যৌথ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান বোঝাই লক্ষাধিক টাকা শাল কাঠ উদ্ধার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে নাগরাকাটার সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত খয়েরবাড়ির হাজিপাড়ায়।

Follow Us

ফলের ঝুড়ির আড়ালে কাঠ পাচারের কৌশল ভেস্তে দিল বন দপ্তরের ডায়না ও চালসা রেঞ্জ। যৌথ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান বোঝাই লক্ষাধিক টাকা শাল কাঠ উদ্ধার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে নাগরাকাটার সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত খয়েরবাড়ির হাজিপাড়ায়। সেখানকার পরিত্যক্ত একটি ফিল্মসিটির পেছনে শুনশান স্থানে গাড়িতে জঙ্গল থেকে কেটে আনা কাঠ পাচারের জন্য লোডিং চলছিল।

গোপন সূত্রে খবর পেয়ে, বন দপ্তর অভিযান চালায়। কাঠগুলির ওপরে ফলের ঝুড়ি রেখে বন কর্মীদের চোখে ধুঁলো দিয়ে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। বন কর্মীরা আসতে পাচারকারীরা পালিয়ে যায় । চালসা রেঞ্জ গাড়িটিকে বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে। চালসার রেঞ্জার প্রকাশ থাপা জানান , এই কাজ যারা করছেন তাঁদের চিহ্নিত করে কাউকে ছাড়া হবে না। অবৈধ কাঠ পাচার বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফলের ঝুড়ির আড়ালে কাঠ পাচারের কৌশল ভেস্তে দিল বন দপ্তরের ডায়না ও চালসা রেঞ্জ। যৌথ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান বোঝাই লক্ষাধিক টাকা শাল কাঠ উদ্ধার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে নাগরাকাটার সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত খয়েরবাড়ির হাজিপাড়ায়। সেখানকার পরিত্যক্ত একটি ফিল্মসিটির পেছনে শুনশান স্থানে গাড়িতে জঙ্গল থেকে কেটে আনা কাঠ পাচারের জন্য লোডিং চলছিল।

গোপন সূত্রে খবর পেয়ে, বন দপ্তর অভিযান চালায়। কাঠগুলির ওপরে ফলের ঝুড়ি রেখে বন কর্মীদের চোখে ধুঁলো দিয়ে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। বন কর্মীরা আসতে পাচারকারীরা পালিয়ে যায় । চালসা রেঞ্জ গাড়িটিকে বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে। চালসার রেঞ্জার প্রকাশ থাপা জানান , এই কাজ যারা করছেন তাঁদের চিহ্নিত করে কাউকে ছাড়া হবে না। অবৈধ কাঠ পাচার বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Next Video