Jamaisasthi: এঁরা ভূতের রাজার মেয়ে – জামাই!
এতদিন পর্যন্ত এটাই জানা ছিল। এখন তো দেখা যাচ্ছে ফিল্ম লাইনের আরও অনেকেই ভূতের রাজার সম্বন্ধী হন। জামাইষষ্ঠী উপলক্ষে ভূতের রাজার মেয়ে জামাই হাজির । কী ভাবছেন রুদ্র সৌরভ অঙ্কুশরা আবার কবে বিয়ে করলো। অভিযান শুরু হচ্ছে। তার আগেই ভূতের রাজায় সেরে নিচ্ছেন ষষ্ঠী।
সত্যজিতের সঙ্গে ভূতের রাজার যোগাযোগ । এতদিন পর্যন্ত এটাই জানা ছিল। এখন তো দেখা যাচ্ছে ফিল্ম লাইনের আরও অনেকেই ভূতের রাজার সম্বন্ধী হন। জামাইষষ্ঠী উপলক্ষে ভূতের রাজার মেয়ে জামাই হাজির । কী ভাবছেন রুদ্র সৌরভ অঙ্কুশরা আবার কবে বিয়ে করলো। অভিযান শুরু হচ্ছে। তার আগেই ভূতের রাজায় সেরে নিচ্ছেন ষষ্ঠী। এ কথা শুনে সোহিনীর কী রিয়াকশন দেখুন। প্রিয়াঙ্কা সরকার, অভিনেত্রী বললেন এটা মজা করার আর একটা ছুতো। সোহিনী সরকার বললেন, ‘আমরা সবাই ন্যাকা ষষ্ঠী’। সৌরভ দাস, ‘বিয়ে না করেই জামাইষষ্ঠী খাচ্ছি আমরা সৌভাগ্যবান’। রুদ্রনীল ঘোষ ছড়া করে বললেন, ‘ভূতের রাজার বরে বিয়ে না করেও জামাইষষ্ঠী খাওয়া যায়’। অঙ্কুশ হাজরা
মজা করে বললেন ‘সবাই কে কী খায় আগে দেখছি’। আর এই বাঘা বাঘা স্টার মেয়ে জামাই কে ম্যানেজ করা কি চাট্টিখানি কথা?
রাজীব পাল, ভূতের রাজা দিল বর-এর কর্নধার জানান, ‘প্রথমে ভেবেছিলাম ব্যাপারটা খুব চিন্তার হবে। কিন্তু শেষে দেখলাম এরা সবাই খুব ডাউন টু আর্থ। তাই কোন অসুবিধাই হয়নি’।