জোড়া হত্যাকাণ্ডে সাজা ঘোষণা জঙ্গিপুর আদালতের

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 23, 2025 | 11:16 PM

সাজাপ্রাপ্তরা হল, দিলদার নাদাব, আসমাউল  নাদাব, ইনজামামুল হক, জিয়াউল হক, ফেকারুল শেখ, আজফারুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, নুরুল শেখ, সাবা করিম, হাজরত শেখ, আকবর আলি, ইউসুফ শেখ। পাশাপাশি এই মামলায় নিহত বাবা-ছেলের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক।

মুর্শিদাবাদ:

কলকাতা: মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাবা-ছেলেকে খুনের ঘটনায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর আদালত। কিন্তু এই রায় মেনে নিতে পারছেন না নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী তথা চন্দন দাসের মা। তিনি দোষীদের ফাঁসির সাজা চাইছেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন। কেন এই মামলায় ফাঁসির সাজা হল না, তার কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু। শুভেন্দুর বক্তব্য, আসলে দোষী ১৩ জনকে সমানভাবে চার্জশিটে অভিযুক্ত দেখিয়েছি সিট। যেখানে মূলত ৩ জনকে আলাদা করে চিহ্নিত করে দিয়েছিল পরিবার ও প্রত্যক্ষদর্শীরা। শুভেন্দুর দাবি, ওই তিন জনই প্রথম বাবা-ছেলেকে সেদিন কোপাতে শুরু করেছিল। পরে বাকিরাও হাত লাগায়।