Flying Bike: জাপানিজ স্টার্ট-আপ AERWINS টেকনোলজিস নিয়ে এল বিশ্বের প্রথম উড়ন্ত বাইক

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 23, 2023 | 6:57 PM

বাইকটিকে বলা হচ্ছে বিশ্বের প্রথম উড়ন্ত বাইক। প্রথম দেখায় বাইকটিকে আপনার যেন সিনেমার মতো বলেই মনে হবে। ইনস্টাগ্রামে Entrepreneurs Quote নামক একটি পেজ থেকে এই উড়ন্ত হোভার বাইকের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে

ফ্লায়িং বাইক নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। অতঃপর সেই বাইক হাজির হল। জাপানিজ স্টার্ট-আপ AERWINS টেকনোলজিস সেই বাইক নিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চও করে গিয়েছে সেই Xturismo নামক ফ্লায়িং হোভারবাইকটি । এই বাইকটিকে বলা হচ্ছে বিশ্বের প্রথম উড়ন্ত বাইক। প্রথম দেখায় বাইকটিকে আপনার যেন সিনেমার মতো বলেই মনে হবে। ইনস্টাগ্রামে Entrepreneurs Quote নামক একটি পেজ থেকে এই উড়ন্ত হোভার বাইকের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে,আকাশপথে বাইকটিকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন তার চালক। Detroit Auto Show-এর কো-চেয়ারপার্সন থ্যাড জট এই ফ্লায়িং হোভারবাইকটি টেস্ট করে দেখছিলেন। থ্যাড দাবি করেছেন,’এই বাইক চালানোর অভিজ্ঞতা খুবই আনন্দদায়ক, অনবদ্য’। ইনস্টাগ্রামের ওই পোস্টে উড়ন্ত বাইকটির ভিডিয়োর পাশাপাশি একটি ছবিও শেয়ার করা হয়েছে। ইউজ়ারদের অনেকেই বলেছেন যে, এটি বাইক নয়, বড়সড় একটি ড্রোন। কেউ আবার বলেছেন যে, Pegassi Oppressor Mk II-এর সঙ্গে এর অনেক মিল রয়েছে। Pegassi Oppressor Mk II হল একটি কাস্টম হোভার বাইক,যা গ্র্যান্ড থেফট অটো গেমে দেখা গিয়েছিল। তাক লাগানোর মতো একাধিক অনবদ্য বৈশিষ্ট্য রয়েছে বাইকটিতে, যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়ে নিয়েছে। বরফে ঢাকা পাহাড়ের কঠিন পরিবেশেও অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করতে পারে এই উড়ন্ত বাইক। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের এই উড়ন্ত বাইক মনে ধরেছে। তবে তাদের মধ্যে অনেকেই খেয়াল করেছেন যে,বাইকটি খুব কম গতিতে ঘুরছে। আর একজন ব্যবহারকারী বলেছেন, এত উঁচুতে উড়ন্ত এই বাইকটি শব্দদূষণে আলাদা মাত্রা যোগ করবে।

Published on: Mar 23, 2023 06:57 PM