Jawan Movie Release: দিনভর জওয়ান হুল্লোড়, প্রথম দিনে কত কোটির ব্যবসা ছবির?
YRF স্টুডিওতে বৃহস্পতিবার মধ্যরাতে হল 'জওয়ান' প্রিমিয়ার। উপস্থিত ছিলেন শাহরুখ খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, হৃত্বিক রোশন, ক্যাটরিনা কইফ-সহ আরও অনেকে। ভোর পর্যন্ত চলল সেই প্রিমিয়ার পার্টি। একাধিক ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
মধ্যরাতে ‘জওয়ান’ প্রিমিয়ার
YRF স্টুডিওতে বৃহস্পতিবার মধ্যরাতে হল ‘জওয়ান’ প্রিমিয়ার। উপস্থিত ছিলেন শাহরুখ খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, হৃত্বিক রোশন, ক্যাটরিনা কইফ-সহ আরও অনেকে। ভোর পর্যন্ত চলল সেই প্রিমিয়ার পার্টি। একাধিক ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
রাত জাগলেন শাহরুখ
প্রিমিয়ার থেকে ফিরে ঘুম নেই শাহরুখ খানের চোখে। প্রথম পোস্ট করলেন ভোর ৬টায়। ভক্তদের সেলিব্রেশন দেখে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ”তোমাদের অনেক ভালবাসা। আশা করব তোমরা আনন্দ পাবে। সারা রাত জেগে ছিলাম, তোমাদের প্রেক্ষাগৃহে যেতে দেখব বলে…।”
ভোর ৫টা থেকে হাউসফুল
দেশে ‘জওয়ান’এর প্রথম শো কলকাতায়। মধ্যরাত থেকেই উপচে পড়া ভিড়। ফ্যান ক্লাবের উদ্যোগে মিছিল, স্লোগান। প্রতিটা প্রেক্ষাগৃহে প্রথম শো হাউসফুল। ভোরবেলার এই শোয়ে ছবি দেখতে এলেন TV তারকা নীল ভট্টাচার্য, তৃণা সাহাও।
চেন্নাই থেকে দিল্লি, ‘জওয়ান’ উৎসব
শাহরুখ ভক্তদের আজ যেন আনন্দ উৎসব। মুম্বই থেকে কলকাতা, চেন্নাই থেকে দিল্লি, কেউ ঢালছেন শাহরুখ খানের পোস্টারে লিটার লিটার দুধ, কেউ আবার বাজি ফাটিয়ে করছেন সেলিব্রেশন। দিক-দিক থেকে সেলিব্রেশনের ছবি ভাইরাল হল নেটপাড়ায়।
সিঙ্গল স্ক্রিনে বাউন্সার
‘পাঠান’, ‘গদর ২’-এর পর ‘জওয়ান’, সিঙ্গল স্ক্রিনের ভাগ্য বদলের পালা। যে সকল প্রেক্ষাগৃহ দর্শকের অপেক্ষায় বসে থাকে, এবার সেখানেই ভিড় ঠেকাতে বাউন্সার। হাওড়ার ডোমজুড় বাণীশ্রী হলে এবার এমনই ছবি ধরা পড়ল। কোনও অপ্রীতিকর ঘটনা ঠেকাতেই এই উদ্যোগ।
জওয়ান দেখতে টলিপাড়ার ভিড়
প্রথম দিনই ছবি দেখে ফেলতে মরিয়া টলিস্টাররাও। সৃজিত মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, নীল ভট্টাচার্য, তৃণা সাহা, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-সহ আরও অনেকেই বৃহস্পতিবার সকালে দেখে ফেললেন শাহরুখ খানের চলতি বছরের দ্বিতীয় ছবি ‘জওয়ান’।
প্রথম শো দেখলেন অ্যাটলি
সাত সকালে স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি। ভক্তদের পাশে বসেই ছবি উপভোগ করলেন তিনি। সকলের উচ্ছ্বাস দেখে এদিন অ্যাটলির মুখেও ফুটল হাসি।
কত কোটির ওপেনিং
প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ১০০ কোটির ওপেনিং হবে ‘জওয়ান’ ছবির, তবে বৃহস্পতিবার ছবি মুক্তি পেতে অঙ্কটা খানিক গেল পাল্টে। ছবি ৭৫ কোটির ব্যবসা করবে মুক্তির প্রথম দিন, আপাতত খবর এমনটাই।
মুক্তি পেতেই লিক ছবি
না, আটকানো গেল না এবারও। কেন্দ্রের কড়া নিয়মের তোয়াক্কা না করে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল ‘জওয়ান’। বহু অনলাইন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে এই ছবির হলপ্রিন্ট ভার্সন।