তৃণমূল সাংসদদের পাশে জয়া বচ্চন, কী বললেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 19, 2025 | 7:31 PM

একশো দিনের কাজের নাম বদল নিয়ে সরব তৃণমূল। একশো দিনের কাজের প্রকল্পের সঙ্গে মহাত্মা গান্ধীর নাম জুড়ে ছিল। সেই মনরেগার নাম বদলে রাখা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন বা ‘জিরামজি’। সংসদে বিল পাশও হয়েছে। আর এই নাম বদল নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংসদের বাইরেও এই নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদরা। এদিন সংসদের বাইরে প্রতিবাদে সামিল হন তাঁরা। আর তৃণমূল সাংসদদের পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। তিনি বলেন, "বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই যা মনে হচ্ছে করছে।" এরপরই তিনি বলেন, "যত অপমান করবে, তত বাংলার মানুষের মনোবল বাড়বে।"

একশো দিনের কাজের নাম বদল নিয়ে সরব তৃণমূল। একশো দিনের কাজের প্রকল্পের সঙ্গে মহাত্মা গান্ধীর নাম জুড়ে ছিল। সেই মনরেগার নাম বদলে রাখা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন বা ‘জিরামজি’। সংসদে বিল পাশও হয়েছে। আর এই নাম বদল নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংসদের বাইরেও এই নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদরা। এদিন সংসদের বাইরে প্রতিবাদে সামিল হন তাঁরা। আর তৃণমূল সাংসদদের পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। তিনি বলেন, “বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই যা মনে হচ্ছে করছে।” এরপরই তিনি বলেন, “যত অপমান করবে, তত বাংলার মানুষের মনোবল বাড়বে।”