Jadavpur University: “আমার কাছে রোগী আগে”, দশদিনের ‘বেডরেস্ট’ ছাড়া কিছু ভাবতেই পারছেন না উপাচার্যের চিকিৎসক

| Edited By: সোমনাথ মিত্র

Mar 05, 2025 | 12:26 PM

আগেও স্ট্রোক হয়েছে উপাচার্যের, তাই সাবধানতার মাত্রা বাড়ানোর পরামর্শ ডাক্তারের

“আমার কাছে রোগী আগে, ইউনিভার্সিটি আগে না”, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্তর স্বাস্থ্য প্রসঙ্গে এমন‌ই মন্তব্য ডঃ অরিন্দম বিশ্বাসের। তাঁর বক্তব্য, “যা দেখলাম উচ্চ রক্তচাপের বৃদ্ধি হয়েছে। ডাক্তার হিসেবে আমার স্পষ্ট বক্তব্য ১০ দিনের বেডরেস্ট থাকবে। বিছানা থেকে যেন না ওঠেন। চিন্তাভাবনার কোন‌ও কাজ থেকে যেন বিরত থাকেন।” আগেও স্ট্রোক হয়েছে উপাচার্যের, তাই সাবধানতার মাত্রা বাড়ানোর পরামর্শ ডাক্তারের। আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো

Published on: Mar 04, 2025 08:48 PM