Suchitra Krishnamoorthi: ‘বাবাকে বল, তুমি আমার সঙ্গে রাত কাটাবে ‘…
অভিনয়ের সুযোগ দেবার নাম করে নবাগতদের হেনস্থার অভিযোগ বহুদিনের। এবার এবিষয়ে সরব শাহরুখের নায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। 'কভি হাঁ কভি না' র নায়িকা বলছেন কেরিয়ারের শুরুর অভিজ্ঞতা। এক পরিচালকের সঙ্গে দেখা করতে তিনি হোটেলে যান।
অভিনয়ের সুযোগ দেবার নাম করে নবাগতদের হেনস্থার অভিযোগ বহুদিনের। এবার এবিষয়ে সরব শাহরুখের নায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। ‘কভি হাঁ কভি না’ র নায়িকা বলছেন কেরিয়ারের শুরুর অভিজ্ঞতা। এক পরিচালকের সঙ্গে দেখা করতে তিনি হোটেলে যান। সেই প্রয়োজক পরিচালক জানতে চান সুচিত্রার বেশী কাছের কে? বাবা না মা? সুচিত্রা জানান তাঁর বাবা বেশী কাছের। ওই প্রয়োজক পরিচালক বলেন। ‘বাবাকে বলো সকালে আমি তোমায় বাড়ি পৌঁছে দেব’। এভাবে পরিচালক রাত কাটানোর অফার দেন।
দেরিতে হলেও ইঙ্গিত বুঝতে পারেন সুচিত্রা কৃষ্ণমূর্তি। অপমানে কাঁদতে কাঁদতে তিনি হোটেল থেকে বেরিয়ে যান। সুচিত্রা বলছেন সোশাল মিডিয়ার কল্যাণে এধরনের বদ মানুষের মুখোশ খোলা গেছে। শাহরুখ খান ছাড়াও সুচিত্রা অভিনয় করেছেন সুমিতা গুলাটি, মনোজ পাওয়া ও বিজয় রাজের সঙ্গে। শেখর কাপুরকে বিয়ে করেন সুচিত্রা। ২০০৭এ তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের এক কন্যা কাবেরী কাপুর।