Kali Puja 2021: সোশ্যাল মিডিয়ার অশুভ কমেন্টকে দমন করে ওঁদের ‘কালী’ হয়ে ওঠার গল্প!
শুধুমাত্র তাঁদের গায়ের রং কালো এবং মেয়ে বলেই এই তকমাগুলো দেওয়া যায় তাঁদের?
একজন জনপ্রতিনিধি, আরেকজন অভিনেত্রী এবং অন্যজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। তাঁদের নিজেদের কাজে তাঁরা ইতিমধ্যেই সমাজের কাছে পরিচিত মুখ। তবুও শুনতে হয়েছে ‘কাজের মাসি’ বলে ডাক। এসেছে অ্যাসিড হামলার হুমকি, ধর্ষণের হুমকিও। কারণ শুধুমাত্র তাঁদের গায়ের রং কালো এবং মেয়ে বলেই এই তকমাগুলো দেওয়া যায় তাঁদের। সমাজের বাকি মেয়েদের লড়াইয়ে সাহস যোগাচ্ছেন, এই সমস্যা থেকে রক্ষার পথ দেখাচ্ছেন দীপ্সিতা, শ্রুতি, পৌলমীরা।