Kalyan Banerjee: দিল্লি বিস্ফোরণ নিয়ে ‘বোমা’ ফাটালেন কল্যাণ

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 15, 2025 | 7:01 PM

কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বললেন, "যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছেন, যার জন্য ভারতবর্ষে শত-শত মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্তিরে লালকেল্লার গাড়িতে বোম রেখে, বোম ফাটিয়ে জেতেন, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছুই হয় না। জঙ্গলরাজ প্রধানমন্ত্রী তৈরি করেছে। গুজরাটে যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন খুন করে এসেছেন। মধ্যপ্রদেশ, দিল্লিতে জঙ্গলরাজ প্রধানমন্ত্রী তৈরি করেছেন। বরং বাংলার মানুষরা অনেক ভাল আছেন। ২০২০ সালের অনেক বড় বড় কথা বলেছিলেন, ২০২৬ আমরা যোগ্য জবাব দেবো। এমন জবাব পাবেন শিরদাঁড়া সোজা করতে পারবেন না।"

ভয়াবহ বিস্ফোরণ হয়েছে দিল্লিতে। প্রাণ গিয়েছে একাধিক নিরীহ মানুষের। জোর কদমে চলছে তল্লাশি। আর এই আবহে এবার বিস্ফোরক দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বললেন, “যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছেন, যার জন্য ভারতবর্ষে শত-শত মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্তিরে লালকেল্লার গাড়িতে বোম রেখে, বোম ফাটিয়ে জেতেন, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছুই হয় না। জঙ্গলরাজ প্রধানমন্ত্রী তৈরি করেছে। গুজরাটে যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন খুন করে এসেছেন। মধ্যপ্রদেশ, দিল্লিতে জঙ্গলরাজ প্রধানমন্ত্রী তৈরি করেছেন। বরং বাংলার মানুষরা অনেক ভাল আছেন। ২০২০ সালের অনেক বড় বড় কথা বলেছিলেন, ২০২৬ আমরা যোগ্য জবাব দেবো। এমন জবাব পাবেন শিরদাঁড়া সোজা করতে পারবেন না।”