Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sai Sudarshan: কেন উইলিয়ামসনের চোট, গুজরাট টাইটান্স পেল তাদের নতুন হিরোকে

Sai Sudarshan: কেন উইলিয়ামসনের চোট, গুজরাট টাইটান্স পেল তাদের নতুন হিরোকে

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 10, 2023 | 7:12 PM

২১ বছরের বাঁ হাতি ব্যাটার সাই সুদর্শন সুযোগের সদ্ব্যবহার করেন। সেদিনের ম্যাচে আইপিএল কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান করেন সাই সুদর্শন। অ্যানরিখ নর্জের মতো পেসারের ১৪৮ কিমি গতির বলে বাউন্ডার হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন

ক্যাচ নিতে গিয়ে কেন উইলিয়ামসন চোট পাওয়ায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তাতেই গুজরাট টাইটান্স পেয়ে গেল তাদের নতুন হিরোকে। ২১ বছরের বাঁ হাতি ব্যাটার সাই সুদর্শন সুযোগের সদ্ব্যবহার করেন। সেদিনের ম্যাচে আইপিএল কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান করেন সাই সুদর্শন। অ্যানরিখ নর্জের মতো পেসারের ১৪৮ কিমি গতির বলে বাউন্ডার হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। কমেন্ট্রি বক্সে এই তরুণ বাঁ হাতি ব্যাটারের প্রশংসা যেন থামছিলই না সুনীল গাভাসকরের গলায়। সম্প্রতি ঘরোয়া সিজনে সাই সুদর্শনের পারফরম্যান্স ছিল অসামান্য। বিজয় হাজারে ট্রফিতে ৩টি শতরান এবং রঞ্জি ট্রফিতেও একটি সেঞ্চুরি করেন। তামিলনাড়ু প্রিমিয়র লিগের অকশনে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন সাই। ২১.৬ লাখ টাকায় তাঁকে দলে নেয় লাইকা কোবেই কিংস। গুজরাট তাঁকে কিনেছিল ২০ লাখ টাকায়। তাঁর উত্থানের পিছনে মা উষা ভরদ্বাজের অবদান সবচেয়ে বেশি। যিনি নিজে একজন প্রাক্তন ভলিবল প্লেয়ার এবং বর্তমানে ফিটনেস কোচ। সুদর্শনের বাবা জাতীয় স্তরের অ্যাথলিট ছিলেন। খেলাধুলো রক্তে বইছে সাই সুদর্শনের। তার মা উষা ভরদ্বাজ কখনও ছেলের খেলা দেখেন না। ছেলে ব্যাট হাতে নামলেই তিনি সোজা চলে যান পূজার জায়গায়। ম্যাচ শেষ হলে তবেই আসন ছাড়েন। বর্তমানে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ উষার উপর সুদর্শনের ফিটনেসের দায়িত্ব। ছেলেকে সব ফরম্যাটে খেলার উপযোগী করে তুলতে কসুর রাখেননি উষা। মাঝেমধ্যে ছেলেকে উৎসাহ দিতে বিরাট কোহলির ফিটনেস ভিডিয়ো দেখান। স্টেট ক্যাম্প এবং আইপিএলের ট্রায়ালে যাওয়ার পর মায়ের জনপ্রিয়তা বুঝতে পারে সাই সুদর্শন। ২০২০ সালে একটুর জন্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি সুদর্শনের। ২০২১ সালে তামিলনাড়ুর হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ডেবিউ হয় সাই সুদর্শনের। সেবছরের ৮ ডিসেম্বর তামিলনাড়ুর হয়ে লিস্ট এ কেরিয়ার শুরু হয় সুদর্শনের। উইলিয়ামসনের চোট তাঁর সামনে গুজরাটের একাদশের দরজা খুলে দিয়েছিল।

Published on: Apr 10, 2023 07:12 PM