Thaggu ke laddu: ‘লোক ঠকিয়ে’ লাড্ডু বিক্রি!
কানপুরে ঠাগ্গু কে লাড্ডু কে লাড্ডু খুবই জনপ্রিয়। প্রধানমন্ত্রী সেই দোকানের নাম নেন। সব জায়গায় সেই দোকানের নাম ছড়িয়ে পড়ে। দোকানের মালিক,আদর্শ পাণ্ডে খুব উৎসাহিত হন। এর আগে নানা সিনেমায় এই দোকানের নাম শোনা যায়। তবে প্রধানমন্ত্রীর সম্বোধনে আদর্শ খুবই উৎসাহিত।
কানপুরে ঠাগ্গু কে লাড্ডু কে লাড্ডু খুবই জনপ্রিয়। প্রধানমন্ত্রী সেই দোকানের নাম নেন। সব জায়গায় সেই দোকানের নাম ছড়িয়ে পড়ে। দোকানের মালিক,আদর্শ পাণ্ডে খুব উৎসাহিত হন। এর আগে নানা সিনেমায় এই দোকানের নাম শোনা যায়। তবে প্রধানমন্ত্রীর সম্বোধনে আদর্শ খুবই উৎসাহিত। এই লাড্ডুর স্বাদ খুবই সুন্দর। দোকানের স্লোগান, এখানে এলে আপনিও ঠকবেন। তবুও ক্রেতারাও হাসি মুখে সেই লাড্ডু খান। এই দোকানটি ৬০ বছরের পুরানো। দোকানের নাম দেন ঠগ্গু কে লাড্ডু। আদর্শের ঠাকুরদা দিল্লি যান মহাত্মা গান্ধীর ভাষণ শুনতে। সেখানে গান্ধী চিনিকে ‘সাদা বিষ’ বলেন। আদর্শের ঠাকুরদা চিনি দিয়েই লাড্ডু বানাতেন। গান্ধীর সেই ভাষণ শুনে আদর্শের ঠাকুরদা সেই দোকানের নাম দেন। যেখানে চিনির ক্ষতিকর প্রভাবও জানা যাবে। বান্টি অউর বাবলির শুটিং হয় এই দোকানে।
Latest Videos