Jhulan: ঝুলনে কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার
আগের মত ঝুলন এখন আর হয় কি? এই প্রজন্ম ঝুলন জানে কি?
ঝুলন। কুমোরটুলিতে সময় ছোট-ছোট মাটির পুতুল পাওয়া যায়। সেই মাটির পুতুল আমাদের প্রতি দিনকার জীবনযাত্রার ছবি থাকে। বাড়িতে-বাড়িতে যে যার নিজের মতো করে সাজিয়ে তোলে ঝুলন। আগের মত ঝুলন এখন আর হয় কি? এই প্রজন্ম ঝুলন জানে কি? দমদম ১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সঞ্জয় দাসের উদ্যোগে অন্যরকম ঝুলনের আয়োজন হয়েছে। পুজোর থিম এবার ঝুলনেও। দোলনায় রাধাকৃষ্ণের পাশাপাশি পেয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে সাম্প্রতিক লক্ষীর ভাণ্ডার প্রকল্পও। ছোট-ছোট মাটির পুতুল আর মডেল গাড়ি-ঘোড়া, ঘরবাড়ির মাধ্যমে নতুন ধরনের ঝুলন সাজিয়েছেন এরা। যেমন রয়েছে জঙ্গলমহল, সুন্দরবন, যেমন রয়েছে দুর্গাপুজো গির্জা মসজিদ-মন্দির, তেমনই রয়েছে করোনার আইসোলেশন সেন্টার, বাঙ্গুর হাসপাতাল, দক্ষিণেশ্বর মেট্রো এবং আরও অনেক কিছুই। দেখতে গেলে নিজেকে মনে হবে গালিভার।