Karan Johar: করণের আফসোস শাহরুখ

Karan Johar: করণের আফসোস শাহরুখ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 05, 2023 | 3:29 PM

করণ জোহরের সুপার হিট ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি। 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে কেমিও চরিত্রে অভিনয়ের কথা ছিল শাহরুখ খানের। 'ব্রহ্মাস্ত্র'য় কেমিও চরিত্রের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করেন শাহরুখ খান।

করণ জোহরের সুপার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে কেমিও চরিত্রে অভিনয়ের কথা ছিল শাহরুখ খানের। ‘ব্রহ্মাস্ত্র’য় কেমিও চরিত্রের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করেন শাহরুখ খান। সেই ছবিতে শাহরুখের চরিত্রের দুর্দান্ত রেসপন্স ছিল। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ তে রণবীর সিং ও আলিয়া ভাট রয়েছেন মুখ্য চরিত্রে।

অতীতের দিকপাল শাবানা আজমি, ধর্মেন্দ্র ও জয়া বচ্চন রয়েছেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানির উল্লেখযোগ্য ভূমিকায়। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আছেন বাংলার টোটা রায় চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। এসাআরকের জন্য একটি আদর্শ প্রেক্ষাপটও তৈরি করেছিল টিম করণ জোহর। তবু শেষমেশ শাহরুখকে ডাকতে পারেননি করণ জোহর। সম্প্রতি ‘কুছকুছ হোতা হ্যায়’ এর ২৫ বছর পূর্তিতে এসে এই আক্ষেপ করণের।