AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Gossip: করিনার অনুরোধ  উপেক্ষা করেই বোল্ড সিন ছবিতে

Bollywood Gossip: করিনার অনুরোধ উপেক্ষা করেই বোল্ড সিন ছবিতে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 25, 2023 | 7:43 PM

Share

Kareena Kapoor Khan: নিজের হট অ্যান্ড বোল্ড লুকের জন্য বরাবরই চর্চায় করিনা কাপুর।

নিজের হট অ্যান্ড বোল্ড লুকের জন্য বরাবরই চর্চায় করিনা কাপুর। তাঁর ভিডিও এমএমএস হয়ে ভাইরাল হয়। কখনও শাহিদ কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্ত হট কেকের মতো ছড়িয়ে পড়ে।

টাসান ছবির শুটিংয়ের সময় মন দেওয়া নেওয়া হয়ে সইফ করিনার। সেই ছবিতে সইফ আলি খানের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন করিনা কাপুর। শুটিংয়ের পর ছবির পরিচালক করণ জোহরকে সেইসব দৃশ্য বাদ দিতে অনুরোধ করেন করিনা। এমন কি ছবির পোস্টারেও ছিল সেই দৃশ্য। করণ করিনার আর্জি রাখেন না। পরবর্তীকালে করিনা কাপুর বুঝতে পারেন ওই ছবির জন্য গুরুত্বপূর্ণ ছিল সেই বোল্ড দৃশ্য গুলি। এক সাক্ষাৎকারে করিনা জানান এই কথা। কুরবান ছবিতেও বহু সাহসী দৃশ্যে অভিনয় করেন করিনা কাপুর ও সইফ আলি খান।

Published on: Nov 25, 2023 07:39 PM