Karna Kunti Sangbad By Rabindranath Tagore: এখনও এত প্রাসঙ্গিক কেন কর্ণ কুন্তী সংবাদ?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 21, 2023 | 4:13 PM

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কর্ণ কুন্তী সংবাদ। আবৃত্তি করছেন ব্রততী বন্দোপাধ্যায় এবং কেতন সেনগুপ্ত। হাউস ফুল।তিল ধারণের জায়গা নেই কলামন্দিরে। অনেকে হয়তো হয়ে ফিরেও গেছেন টিকিট না পেয়ে। এখনও এত প্রাসঙ্গিক কেন কর্ণ কুন্তী সংবাদ?

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কর্ণ কুন্তী সংবাদ। আবৃত্তি করছেন ব্রততী বন্দোপাধ্যায় এবং কেতন সেনগুপ্ত। হাউস ফুল।তিল ধারণের জায়গা নেই কলামন্দিরে। অনেকে হয়তো হয়ে ফিরেও গেছেন টিকিট না পেয়ে। এখনও এত প্রাসঙ্গিক কেন কর্ণ কুন্তী সংবাদ?

বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, বলেন কবিপক্ষে এমনিতেই মানুষজন রবি ঠাকুরের চর্চা করে থাকেন। তার উপর এরকম একটি কবিতা যেটি আগে পার্থ ঘোষ গৌরি ঘোষ করতেন। স্বাভাবিকভাবেই মানুষ আবারও শুনতে চান বারবার শুনতে চান। কেতন সেনগুপ্ত, বাচিক শিল্পী বলেন প্রতিটি বন্দ্যোপাধ্যায়ের মতো নাম এবং সর্বোপরি সংবাদ এর মত একটি চিরন্তন কবিতা সে কারণেই মানুষের আগ্রহ রয়েছে। তাই অবাক হওয়ার কিছুই নেই যে এত মানুষ এসেছেন কবিতাটি শুনতে। হয়, এখনও হয়। একটা কবিতায় হল ভর্তি হয়। হাউস ফুল কর্ণ কুন্তী সংবাদ।