Kartik Aaryan Gossip: গাছতলায় কার্তিক
গাছতলায় বসে চুল কাটছেন কার্তিক আরিয়ান, ক্যাপশনে লিখলেন ‘চান্দু চ্যাম্পিয়ন’ হেয়ারকাট। বর্তমানে কার্তিক আরিয়ান ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবির শুটে ব্যস্ত রয়েছেন। সেখান থেকেই তোলা এক মজার ভিডিয়ো শেয়ার করলেন অভিনেতা। কবীর খানের এই ছবি মুক্তি পেতে চলেছে ২০২৪-এ।
শতবর্ষে দেব আনন্দ
২৬ সেপ্টেম্বর ১৯২৩, জন্ম নিয়েছিলেন বলিউডের এভারগ্রীন সুপারস্টার দেব আনন্দ। দেখতে-দেখতে ১০০ বছর পার, শতবর্ষে এসেই তিনি যেন তরুণ, রুপোলি পর্দা তাঁকে আজও সাদাকালো ফ্রেমের রাজপুত্র করেই রেখেছে। ‘জুয়েল থিফ’ হোক কিংবা ‘গাইড’, তাঁর সফরের প্রতিটা ছবি সুপার হিট, তাঁর মতো স্টারডার্মের স্বাদ ক’জনই পা পায়? মঙ্গলবার সকাল থেকে তাই শ্রদ্ধায় ভরছে নেটপাড়া।
আয়ের কত অংশ পাবেন শাহরুখ?
‘জওয়ান’ ছবি ইতিমধ্যেই ঘরে তুলেছে মোট ১০০০ কোটি টাকা। এই ছবিতে অভিনয় করার জন্য পারিশ্রমিক বাবদ শাহরুখ খান পেয়েছিলেন মোট ১০০ কোটি। আর লাভের মোট ৫ শতাংশ উপরি পাওনা হবে শাহরুখ খানের। ৮৫ থেকে ৫০ শতাংশ যাবে প্রযোজনা সংস্থার দখলে।
লিক ‘টাইগার ৩’ ক্লিপিং
শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির শুটিং সেট থেকে বেশ কয়েকটি ক্লিপিং ভাইরাল হয়ে গিয়েছিল। এবার পালা ‘টাইগার থ্রি’ ছবির। মঙ্গলবার সকাল-সকাল ২০ সেকেন্ডের একটি ক্লিপিং ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। যদিও মুহূর্তে তা সরিয়ে নেওয়া হয়, ততক্ষণে ভক্তদের হাতে-হাতে ভাইরাল ভাইজানের ক্লিপিং।
গাছতলায় কার্তিক
গাছতলায় বসে চুল কাটছেন কার্তিক আরিয়ান, ক্যাপশনে লিখলেন ‘চান্দু চ্যাম্পিয়ন’ হেয়ারকাট। বর্তমানে কার্তিক আরিয়ান ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবির শুটে ব্যস্ত রয়েছেন। সেখান থেকেই তোলা এক মজার ভিডিয়ো শেয়ার করলেন অভিনেতা। কবীর খানের এই ছবি মুক্তি পেতে চলেছে ২০২৪-এ।
প্রার্থী হচ্ছেন কঙ্গনা?
বরাবরই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলেন কঙ্গনা রানাওয়াত। প্রকাশ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুখ্যাতি করতেও দেখা যায় তাঁকে। ইত্যাদি নানা বিষয়েও প্রকাশ করেন নিজস্ব মতামত। আসন্ন নির্বাচনে তিনি কি ভোটে দাঁড়াচ্ছেন বা নিদেনপক্ষে নাম লেখাচ্ছেন সক্রিয় রাজনীতিতে? এই প্রশ্নই এতদিন ঘুরছিল বলিউডের অন্দরে। তবে কঙ্গনা জানিয়েছেন, এমনটা নয়। আপাতত তিনি তাঁর এই অভিনয় পেশা নিয়েই খুশি।
বক্স অফিস ফাইট
মুখোমুখি সংঘর্ষে এবার বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণীস্টার প্রভাস? চলতি বছর ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের ছবি ‘ডানকি’। শোনা যাচ্ছে, একই দিনে নাকি মুক্তি পাবে প্রভাস অভিনীত ছবি ‘সালার’। যদি সত্যি এমনটা ঘটে, তবে বক্স অফিসের এই ফাইট সর্বকালের সেরা হয়ে থাকবে। তাই ১০০০ কোটির গণ্ডি পেরনো এই দুই স্টারই এখন চর্চায়।
প্রয়াত দিলীপ কুমারের প্রিয়জন
কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুর দু’বছর পার হয়েছে। শোক এখনও ফিকে হয়নি। এরই মধ্যে পরিবারে আরও এক দুঃসংবাদ। প্রয়াত হলেন অভিনেতার ছোট বোন সাহিদা খান। বিখ্যাত প্রযোজক মেহবুব খানের পুত্র ইকবাল খানের স্ত্রী ছিলেন তিনি। বেশ কিছু সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত সূত্র অনুয়ায়ী জানা যাচ্ছে, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সাহিদা খান। চিকিৎসাতেও সাড়া দিচ্ছিলেন না।
মুখ দেখালেন সন্তানদের
এই মুহূর্তে দক্ষিণী সুপারস্টার নয়নতারা সপ্তম স্বর্গে। তাঁর অভিনীত ছবি ‘জওয়ান’ ইতিমধ্যেই হাজার কোটির অঙ্ক ছাড়িয়েছে। এই সবের মাঝেই এই প্রথম বার তাঁর স্বামী বিঘ্নেশ শিবান প্রকাশ্যে আনলেন তাঁদের সন্তানের মুখ। এ বছরের শুরুতেই সারোগেসির মাধ্যমে মা হন নয়নতারা। এর পর থেকেই তাঁর দুই ছেলের একগুচ্ছ ছবি তিনি ও তাঁর স্বামী শেয়ার করলেও কখনও সন্তানের মুখ দেখাননি তাঁরা। তবে আর অপেক্ষা নয়, ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন এক খুশির মুহূর্ত।
চোট পেলেন পর্দার স্বয়ম্ভূ
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের সেটে আহত স্বয়ম্ভূ অর্থাৎ অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। সম্প্রতি এক অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাতে চোট পান। খবর প্রকাশ্যে আসামাত্রই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে অভিনেতা জানালেন, চিন্তার কোনও কারণ নেই। তিনি ভাল আছেন। হালকা চোট পেয়েছিলেন, এখন শুটিং করছেন।