Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katrina Kaif Gossip: ২ ঘণ্টা অন্ধকার ঘরে চুমু প্র্যাকটিসে গুলশন-ক্যাটরিনা

Katrina Kaif Gossip: ২ ঘণ্টা অন্ধকার ঘরে চুমু প্র্যাকটিসে গুলশন-ক্যাটরিনা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 01, 2023 | 3:55 PM

২০০৩ এর 'বুম' ছবি নিয়ে আজও‌ আফশোস করেন গুলশন গ্রোভার ও ক্যাটরিনা কাইফ। এই ছবি নিয়ে সোশাল মিডিয়ায় তুমুল আলোচনা হয়। ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এই ছবি মনে থাকবে দর্শকদের। নিজের কেরিয়ারের সবচেয়ে বড় ভুল এই ছবি, বহুবার বলেছেন ক্যাটরিনা কাইফ।

২০০৩ এর ‘বুম’ ছবি নিয়ে আজও‌ আফশোস করেন গুলশন গ্রোভার ও ক্যাটরিনা কাইফ। এই ছবি নিয়ে সোশাল মিডিয়ায় তুমুল আলোচনা হয়। ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এই ছবি মনে থাকবে দর্শকদের। নিজের কেরিয়ারের সবচেয়ে বড় ভুল এই ছবি, বহুবার বলেছেন ক্যাটরিনা কাইফ।

‘বুম’ এর একটি দৃশ্যে ক্যাটরিনা কাইফ অন্তর্বাস পরে গুলশনকে সিডিউস করতে থাকেন। ওই ছবিতে ছিল গুলশন ক্যাটরিনার একটি দীর্ঘ চুম্বন দৃশ্যও। শোনা যায় টানা ২ ঘন্টা নাকি ক্যাটরিনা ও গুলশন গ্রোভার একটি অন্ধকার ঘরে চুম্বন প্র্যাকটিস করেন। এতে ভয় পেয়ে গিয়েছিলেন গুলশন গ্রোভার। চুমু প্র্যাকটিসের মধ্যে হঠাৎই অন্ধকার ঘরের দরজা খুলে ঢুকে পড়েন অমিতাভ বচ্চন। এতে আরও অস্বস্তিতে পড়েন গুলশন গ্রোভার। ছবি থেকে বাদ দেওয়া হয় ওই দৃশ্যটি। গুলশন বলেন সময়োপযোগী ছিল না ‘বুম’। এই দৃশ্যের কারণে ওই ছবিটি নিয়ে বীতশ্রদ্ধ হন ক্যাটরিনা। ক্যাটরিনা চেয়েছিলেন ছবির সমস্ত প্রিন্ট বাজার থেকে তুলে নিতে। যদিও এখনও এই ছবির ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমান।