Katwa News: জঙ্গল শেখের ডেরায়
2015 সালে কাটোয়া পুর সভার 13 নম্বর ওয়ার্ড থেকে তৃনমূল কাউন্সিলর নির্বাচিত হয় জঙ্গল শেখ।এর পরই দলের নির্দেশে কাটোয়া পুর সভার পুর প্রধান হিসাবে নিযুক্ত হন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
2015 সালে কাটোয়া পুর সভার 13 নম্বর ওয়ার্ড থেকে তৃনমূল কাউন্সিলর নির্বাচিত হয় জঙ্গল শেখ।এর পরই দলের নির্দেশে কাটোয়া পুর সভার পুর প্রধান হিসাবে নিযুক্ত হন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।কিছু দিনের মধ্যেই জঙ্গল শেখের বিরুদ্ধে একাধিক অপরাধ মূলক অভিযোগ থাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া হয় সে।কিছু দিনের মধ্যেই একাধিক অপরাধের অভিযোগে থাকায় গ্রেপ্তার হয় জঙ্গল শেখের ছেলে সাদ্দাম শেখও।প্রশাসনিক কারনে দু জনের বিরুদ্ধে অভিযোগের মামলা বিভিন্ন জেলায় চলতে থাকে।দিন কয়েক আগেই বেকসুর খালাস পায় জঙ্গল শেখ।আর গত কাল সাদ্দাম শেখ বাঁকুড়া থেকে বেকসুর খালাস পেয়ে ফেরার সময় দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ করে গুলি চালায় বলে অভিযোগ।তবে জঙ্গল শেখের বসত বাড়ির এলাকায় মুখে কুলুপ এটেছে সকলে।অন্য দিকে এই ঘটনায় তৃনমূল দলের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।কিন্তু সরব হয়েছে বিরোধী দল।