SIR: বাংলায় ৭ পুরুষের বাস হয়েও ভোটার তালিকায় কাটা নাম, কমিশনে জানিয়েও সুরাহা হয়নি

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 10, 2025 | 5:05 PM

SIR In WB: এখানকার বাসিন্দা রবীন্দ্রনাথ মন্ডল বাবার নাম কেশব মন্ডল । এখানে তাদের সাত পুরুষের বসবাস । বাপ ঠাকুরদার আমল থেকে এখানে তাঁদের বসবাস এবং ভারতীয় নাগরিকত্বের সমস্ত রকম নথি তাঁদের আছে । ২০০২ সালে এখানকারই ১০৮ নাম্বার বুথের ভোটার ছিলেন তাঁরা। পরবর্তীতে ১০৮ নম্বর বুধটাই নম্বর পরিবর্তন হয়ে ১৩৬ নম্বর বুথ হয় ।

উত্তর ২৪ পরগনা: ৭ পুরুষের বাস এখানে, কিন্তু হঠাৎ ভোটার লিস্ট থেকে পরিবার ধরে নাম উধাও, ২০০২ সালের অনেক আগে থেকেই ভোটার লিস্টের নাম, লাস্ট ২০২৪ সালেও ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এখন হঠাৎ উধাও হয়ে গেছে পরিবার ধরে নাম, আর যার ফলে পাইনি SIR ফর্ম, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।  হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের ১৩৬ নম্বর বুথের ঘটনা। এখানকার বাসিন্দা রবীন্দ্রনাথ মন্ডল বাবার নাম কেশব মন্ডল । এখানে তাদের সাত পুরুষের বসবাস । বাপ ঠাকুরদার আমল থেকে এখানে তাঁদের বসবাস এবং ভারতীয় নাগরিকত্বের সমস্ত রকম নথি তাঁদের আছে । ২০০২ সালে এখানকারই ১০৮ নাম্বার বুথের ভোটার ছিলেন তাঁরা। পরবর্তীতে ১০৮ নম্বর বুধটাই নম্বর পরিবর্তন হয়ে ১৩৬ নম্বর বুথ হয় । ২০২৪ সালে শেষবার দেখেছিল তাঁদের ভোটার লিস্টের নাম । কিন্তু এবার যখন BLO-রা বাড়ি বাড়ি SIR ফর্ম দিচ্ছে তখন রবীন্দ্রনাথ মণ্ডল দেখেন, যে তাঁর বাড়িতে ফর্ম দেওয়া হয়নি।