Kharagpur News: বৃহন্নলাদের হাতে আক্রান্ত ১০ বরযাত্রী

| Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 02, 2023 | 7:07 PM

বরযাত্রীর বাসের কাছে ৫০০০ টাকা দাবি করে হিজড়ারা, সেই দাবি মতন টাকা না দিলে বচসা জড়িয়ে পড়ে বরযাত্রীদের সঙ্গে। হিজড়াদের মারধরের অভিযোগ উঠে বরযাত্রীদের বিরুদ্ধে। এর পরেই হিজড়েরা তুমুল তান্ডব চালালো খড়্গপুরের চৌরঙ্গী এলাকাতে।

বরযাত্রীর বাসের কাছে ৫০০০ টাকা দাবি করে হিজড়ারা, সেই দাবি মতন টাকা না দিলে বচসা জড়িয়ে পড়ে বরযাত্রীদের সঙ্গে। হিজড়াদের মারধরের অভিযোগ উঠে বরযাত্রীদের বিরুদ্ধে। এর পরেই হিজড়েরা তুমুল তান্ডব চালালো খড়্গপুরের চৌরঙ্গী এলাকাতে। বরযাত্রী বাসে ব্যাপক ভাঙচুর চালায় হিজড়ারা। তখন বাসের ভিতর বসে রয়েছিল বর যাত্রীর ছোট শিশু থেকে বড়রা ঘটনায় ১০ জন আহত হয় বরযাত্রীরা। আহতদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, স্থানীয়দের অভিযোগ পুলিশের সামনেই চলে এই তান্ডব। এরপরে খড়গপুর গ্রামীণ থানার বিশাল পুলিশ বাহিনী এসে ছত্র ভঙ্গ করে হিজড়েদের। ঘটনায় তুমুল উত্তেজনা খড়্গপুরের চৌরঙ্গী এলাকাতে । জানা গেছে বিষ্ণুপুর থেকে খড়্গপুরের সাদাতপুরে বরযাত্রী এসেছিল । আর সেই বাসে রাস্তায় দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা দাবি করে হিজড়েরা, দবির মতন টাকা না পেয়ে বাসের মধ্যে থাকা বরযাত্রীরা হাজার টাকা দিলে তখনই বাধে বচসা, এরপর ভাঙচুর তুমুল উত্তেজনা খড়্গপুরে।