TMC Municipal Chairman: দলের নির্দেশ মানতে চান না কাউন্সিলররা! চেয়ারম্যান ঘিরে বিবাদ তৃণমূলে
Chandrakona News: নতুন চেয়ারম্যান হিসাবে ক্ষীরপাই পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দাসকে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করে দল। এরপরেই বেঁকে বসেন অন্য কাউন্সিলররা। বিকাশকে চেয়ারম্যান হিসাবে মানতে পারবেন না বলে জেলা নেতৃত্বের কাছে একটি চিঠি জমা দিয়েছেন কাউন্সিলররা।
পশ্চিম মেদিনীপুর: নয়া চেয়ারম্যানকে মানতে নারাজ একাধিক কাউন্সিলর। তাই পৌরপ্রধানকে ছাড়াই চলছে পুরসভা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার। সেখানে বেশ কয়েক দিন আগেই দলীয় নির্দেশ মেনে চেয়ারম্যান দূর্গাশঙ্কর পান নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরপর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার পালা।
নতুন চেয়ারম্যান হিসাবে ক্ষীরপাই পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দাসকে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করে দল। এরপরেই বেঁকে বসেন অন্য কাউন্সিলররা। বিকাশকে চেয়ারম্যান হিসাবে মানতে পারবেন না বলে জেলা নেতৃত্বের কাছে একটি চিঠি জমা দিয়েছেন কাউন্সিলররা। কিন্তু নয়া চেয়ারম্যান ঘিরে কেন এত আপত্তি? কাউন্সিলরদের দাবি, ওই ১০ নম্বর ওয়ার্ডে ভোটে পিছিয়ে তৃণমূল। তাই তাঁর পরিবর্তে অন্য কাউকে চেয়ারম্যান করা হোক।
