Kiara Advani: বিয়ের পরে কিছুই করেননি কিয়ারা...

Kiara Advani: বিয়ের পরে কিছুই করেননি কিয়ারা…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 01, 2023 | 1:26 PM

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানীর বিয়ে হয় ফেব্রুয়ারিতে। রাজস্থানে মহা ধুমধামে সেই বিয়ে চর্চার বিষয় হয়ে ওঠে। এই বলিউড দম্পতির প্রচুর ভক্ত। রিলিজ হয়েছে কিয়ারা ও কার্তিক আরিয়ানের ছবি 'সত্যপ্রেম কি কথা’।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানীর বিয়ে হয় ফেব্রুয়ারিতে। রাজস্থানে মহা ধুমধামে সেই বিয়ে চর্চার বিষয় হয়ে ওঠে। এই বলিউড দম্পতির প্রচুর ভক্ত। রিলিজ হয়েছে কিয়ারা ও কার্তিক আরিয়ানের ছবি ‘সত্যপ্রেম কি কথা’। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা তাঁর পারিবারিক বিষয়ে মুখ খোলেন। তিনি জানান বিয়ের পরে তিনি শ্বশুরবাড়িতে এখনও পর্যন্ত কিছুই রান্না করেননি।

কিয়ারা বলেন তিনি রান্নায় অপটু। কেবল জল গরম করেছেন। তাঁর স্বামী সিদ্ধার্থ নাকি ভাল রান্না করেন। কিয়ারা বলেন তিনি ভাগ্যবতী এমন স্বামী পেয়ে। সিদ্ধার্থ নাকি দারুণ ব্রেড তৈরি করে। গুঞ্জন এক পার্টিতে সিদ্ধার্থ ও কিয়ারার প্রথম দেখা। প্রেমের শুরু শেরশাহ’ ছবির সেটে। হৃতিক রোশনের ‘ওয়ার ২’তে এরপর কাজ করার কথা কিয়ারার।