Kim Jong Un: এই মেয়েকে চিনে রাখুন

rahul Sadhukhan |

Jan 11, 2024 | 7:12 PM

নেহাতই বালিকা, মাত্র ১০ বছর বয়স। কিন্তু এই বয়সেই সামরিক কুচকাওয়াজে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় দেখা যাচ্ছে এই মেয়েকে। অনেকেই বলছে উত্তর কোরিয়া শাসন করবে এই বালিকা। কে এই বালিকা? জানতে দেখুন ভিডিয়ো।

কোরিয়ার সর্বাধিনায়ক কিম হাঁটু গেড়ে বসে । একটি বাচ্চা মেয়ের সামনে। বাপকা বেটি। কিমের কন্যে।তাকেও দেখতে অনেকটা কিমের মতোই। এই ছোট্ট মেয়েটিই নাকি কিমের গদিতে বসবেন? হাওয়ায় ঘুরছে এই প্রশ্ন।

নেহাতই বালিকা। মাত্র ১০ বছর বয়স। কিন্তু এই বয়সেই বাবার সঙ্গে সবসময় দেখা যাচ্ছে তাকে।
গত সেপ্টেম্বরে সামরিক কুচকাওয়াজের সময় ভিআইপি স্ট্যান্ডে হাততালি দিচ্ছিল কিমের ছোট মেয়ে। এক জেনারেলকে হাঁটু গেড়ে বসে তার কানে কিছু ফিসফিস করে বলতে দেখা গিয়েছে। ২০২২ সালের নভেম্বরে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় প্রথমবার দেখা যায় বাবা আর মেয়েকে।

ভাবছেন উত্তর কোরিয়া শাসন করবে এই বালিকা? তাও আবার হয় নাকি ? হয়। হয়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা রিপোর্টে জানা যাচ্ছে সম্ভাবনা প্রবল।
গত নভেম্বরে জু এ তার বাবার সঙ্গে বিমান বাহিনীর সদর দফতরও গট গট করে পরিদর্শন করে । বাবার সামনে দাঁড়িয়ে ছবি তোলে। উত্তর থেকে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে এ নিয়ে বিস্তর চর্চা। কোরিয়ার মিডিয়া কিম জু-কে পাপাস গার্ল বলে ডাকে। বাবার প্রিয় ছোট মেয়েই। যেভাবে কোরিয়ার সংবাদমাধ্যম, রাজনীতিতে কিম জু-কে দেখা যাচ্ছে বাবার সঙ্গে তা থেকে একরকম পরিষ্কার, কিম জং উনের উত্তরসূরি হতে চলেছে তাঁর ছোট মেয়ে। কিম জং উন আগে থেকে উত্তরাধিকার প্রক্রিয়া এগিয়ে রাখতে চাইছেন বলেও শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের মুখে কুলুপ।

Published on: Jan 11, 2024 07:01 PM
China On Indian Navy: ভারতীয় নৌসেনা কীভাবে চাপ বাড়াচ্ছে চিনের ওপর?
NASA’s New Creation: নাসার নতুন প্রকল্পে আগ্রহী গোটা বিশ্ব, আপনি?
China On Indian Navy: ভারতীয় নৌসেনা কীভাবে চাপ বাড়াচ্ছে চিনের ওপর?
NASA’s New Creation: নাসার নতুন প্রকল্পে আগ্রহী গোটা বিশ্ব, আপনি?